প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারী চাকরীর আশায় এখনও অনেক চাকরি প্রার্থী রাত ভোর খেটেই চলেছে। একটার পর একটা পরীক্ষা দিয়েই চলেছে। কিন্তু কিছুতেই কোনো চাকরি হচ্ছে না। তাই এবার তাদের জন্য একটি আশার আলো নয় এল রিলায়েন্স। জানা গিয়েছে, চলতি বছর রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। আর সেই ইন্টার্নশিপের মাধ্যমে সমস্ত শিক্ষার্থী বা পেশাজীবীরা বিনামূল্যে এই ট্রেনিং নিয়ে ভবিষ্যতে আরও বড় কিছু করার সাহস মিলবে বলে আশা করা যাচ্ছে। তবে এক্ষেত্রে ট্রেনিং চলাকালীন আরও একটি সুবিধা মিলতে চলেছে। আর সেটি হল প্রতিমাসে প্রশিক্ষণরা স্টাইপেন্ড পাবে ইন্টার্নশিপের মাধ্যমে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আইটি সেক্টরে ডিজিটল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকের মনে এখন এই ফিল্ডে কাজ করার জন্য আগ্রহ বেড়েছে। আর তাই এবার নতুনদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আর সেই সুযোগ টা করে দিচ্ছে রিলায়েন্স লিমিটেড, যা ভারতের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি। ২০০৭ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত এই রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড একের পর এক বিলাসবহুল সেগমেন্টে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির মধ্যে মধ্যে অংশীদারিত্ব তৈরি করে ফেলেছে। যার ফলে বর্তমানে ভারতের ১ নম্বর এবং বিশ্বব্যাপী ফরচুন গ্লোবাল ৫০০ র্যাঙ্কিংয়ে ৩০৫ তম অবস্থানে রয়েছে এই সংস্থাটি। আর এবার এই সংস্থা সমস্ত আগ্রহীদের এই ইন্টার্নশিপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই সংস্থার ইন্টার্নশিপের মেয়াদ হবে ৩ মাস। আর পাশাপাশি ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে। জানা গিয়েছে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং ইন্টার্নশিপ শেষে প্রতিটি প্রার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদনের যোগ্যতা
এই সংস্থার ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে। শুধু তাই নয় ৩ মাস প্রার্থীদের নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। এছাড়াও যে সকল মহিলারা তাদের ক্যারিয়ার নতুন করে শুরু করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন। আর পাশাপাশি যাঁরা
৩০ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ইন্টার্নশিপ শুরু করতে পারবে তারাই আবেদন করবে।
কী কী কাজ করতে হবে?
যে সকল আবেদনকারীকে নির্বাচন করা হবে ইন্টার্নশিপের জন্য, তাঁদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেগুলি হল ডিসেম্বর মাসের সকল প্রয়োজনীয় কার্যক্রম এবং অ্যাক্টিভেশন ট্রেডিং পার্টনারদের সহযোগিতায় পরিচালনা করতে হবে। কনটেন্ট প্রোডাকশন ও প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য বিশেষ পরিকল্পনা করতে হবে। হ্যামলেসের জন্য প্রয়োজনীয় পার্টনারশিপ এবং ক্রস প্রমোশন করতে হবে। এছাড়াও নভেম্বর এবং ডিসেম্বর মাসে ইন-স্টোর অ্যাক্টিভিটিগুলির আয়োজন করতে হবে।
কোথায় হবে ইন্টার্নশিপ?
যে সকল প্রার্থী এই সংস্থার ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তাদের এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের মুম্বইতে।
কীভাবে আবেদন করতে হবে?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পূরণ করতে হবে। এরপর আবেদন পত্রে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার শেষ দিন কবে?
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য আবেদনকারীকে চলতি বছর ২৯ নভেম্বর এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অনলাইনে আবেদন পত্র – Click Here
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |