২০২৫-এ ২ লক্ষেরও বেশি নিয়োগ! কবে কবে পরীক্ষা? সমস্ত বিবরণ দিল ভারতীয় রেল

Published on:

rrb recruitment

কলকাতাঃ যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন তাদের জন্য রইল একজন জরুরী খবর। এমনিতে বর্তমান সময়ে একটা ভালো চাকরি পাওয়া ভগবানের দেখা পাওযার সমান হয়ে দাঁড়িয়েছে। সেখানে সরকারি চাকরি পাওয়া বিশেষ করে রেলের চাকরি পাওয়া অনেকের কাছে এক স্বপ্নের সমান। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে রেলের চাকরি পাওয়ার লক্ষ্যে একের পর এক পরীক্ষায় বসেন। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরির পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি। আর এই বিজ্ঞপ্তি হল পরীক্ষা সংক্রান্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তি জারি RRB-র

২০২৫ সালে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট সহ অনেক নিয়োগ করা হবে। হ্যাঁ, সম্প্রতি রেল মন্ত্রক আগামী বছর রেলে নিয়োগের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে। RRB 2025 বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার বেরিয়েছে। যেখানে ২০২৫ সালের নিয়োগ সংক্রান্ত বিবরণ দেওয়া হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) আগামী বছর নিয়োগের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট ২০২৫-এর বিজ্ঞপ্তি জানুয়ারিতে প্রকাশের প্রস্তাব করা হয়েছে। একই সময়ে, টেকনিশিয়ান নিয়োগ ২০২৫ সালের মার্চ মাসে, এনটিপিসি, জেই প্যারামেডিক্যাল বিভাগের জন্য জুন ২০২৫ এবং সেপ্টেম্বরে লেভেল ১ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে।

রেলওয়ে এখনও পর্যন্ত কেবল এই নিয়োগের ব্যাপারে বিবরণ প্রকাশ করেছে। এতে গ্রুপ ডি, আরপিএফ এবং অন্যান্য নিয়োগের কথা উল্লেখ করা হয়নি। তবে এসব নিয়োগও করার প্রস্তাব করা হয়েছে। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রার্থীরা। প্রার্থীরা সরাসরি https://www.rrbapply.gov.in/#/auth/landing এই লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি পরীক্ষা করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২ লক্ষ পদে নিয়োগ করবে রেল?

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, RRB NTPC পদে পরীক্ষা হতে পারে ২০২৫ সালের এপ্রিল কিংবা মে মাসে। পরীক্ষায় পাস করলে কেরানি, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি হতে পারে। শূন্যপদ সংখ্যা ৩৫,০০০-রও বেশি। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

RRB Group D পরীক্ষা

এবার আসা যাক RRB Group D পরীক্ষার সূচি সম্পর্কে। এই বিষয়ে পরীক্ষা হতে পারে সম্ভবত ২০২৫ সালের জুন জুলাই মাসে। পরীক্ষায় পাশ করলে ট্র্যাক মেন্টেইনার, হেল্পার, পোর্টার পদে চাকরি হতে পারে আপনার। শূন্যপদ এক লক্ষেরও বেশি। সিবিটি, শারীরিক দক্ষতা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করবে রেল।

RRB ALP, টেকনিশিয়ন পরীক্ষার সূচি

এবার আলোচনা করা যাক RRB ALP, টেকনিশিয়ন পরীক্ষার সূচি সম্পর্কে। এই পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৫ সালের আগস্ট বা সেপ্টেম্বর মাস। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ন পদে আপনার চাকরি হয়ে যেতে পারে। শূন্যপদ প্রায় ৫০,০০০-র বেশি। সিবিটি প্রথম ও দ্বিতীয় ধাপ, স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group