ভারতীয় রেলে ১০৩৬টি শূন্যপদে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি

Published on:

RRB Min & Iso Categories Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: RRB Min & Iso Categories Recruitment 2025: রেলে চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সেই স্বপ্ন সবার পূরণ হয় না। সম্প্রতি ভারতীয় রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) মন্ত্রণালয় এবং বিচ্ছিন্ন ক্যাটাগরির (Ministerial & Isolated Categories) অধীনে বিভিন্ন পদে ১০৩৬টি শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেসব চাকরিপ্রার্থীরা এখনও এই পদগুলিতে আবেদন করেননি তাদের জন্য শেষ সুযোগ। এখানে আবেদন করার শেষ তারিখ আগামীকাল, অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই পদগুলিতে চাকরি পেলে মোট অংকের বেতন তো দেওয়া হবেই, সাথে মিলবে প্রচুর সুবিধা। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তবে কোন পদে কটি শূন্যপদ রয়েছে? শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে? বেতন কত? বয়সসীমা কত লাগবে? ইত্যাদি তথ্যগুলি জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদের বিবরণ এবং শূন্যপদ | RRB Min & Iso Categories Recruitment 2025

ভারতীয় রেলের (Indian Railways) এই নিয়োগের অধীনে মোট ১০৩৬টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তবে আবেদনকারীরা শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবে। পদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার, সাইন্টিফিক সুপারভাইজার, চিপ-ল অ্যাসিস্ট্যান্ট, ফিজিকাল ট্রেইনি ইনস্ট্রাক্টর, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান ইত্যাদি পদে নিয়োগ হচ্ছে। প্রতিটি পদের জন্য আবার আলাদা আলাদা শূন্যপদ বরাদ্দ রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা

আগেই আলোচনা করা হয়েছে যে এখানে বিভিন্ন পদে রয়েছে। তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন- আপনি যদি পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আবেদন করেন তাহলে ২ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী দরকার। এর পাশাপাশি বিএড ডিগ্রি অর্জন করতে হবে। আবার আপনি যদি সাইন্টিফিক সুপারভাইজার পদে আবেদন করেন তাহলে সাইকোলজি বা ফিজিওলজিতে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি লাগবে। এছাড়া বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 

বয়স সীমা

ভারতীয় রেলের এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স চাওয়া হয়েছে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত। তবে পদের ভিত্তিতে বয়স সীমা ভিন্ন ভিন্ন হতে পারে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। যেমন আপনি যদি SC/ST হন তাহলে ৫ বছর, OBC হলে ৩ বছর এবং PwBD হলে ১০ বছরের ছাড় পাবেন।

বেতন কাঠামো

যেহেতু এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। যদি জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করেন তাহলে পে লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। চিপ-ল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলে পে লেভেল-৭ অনুযায়ী ৪৪,৯০০/- টাকা বেতন দেওয়া হবে। কুক পদে আবেদন করলে পে লেভেল-২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা বেতন দেওয়া হবে। এরকম প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। 

নিয়োগ প্রক্রিয়া

ভারতীয় রেলের এই নিয়োগের অধীনে প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। সেগুলি হল- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, অনুবাদ পরীক্ষা বা দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৯০ মিনিট। তবে নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নাম্বার কাটা হবে। 

কীভাবে আবেদন করবেন?

ভারতীয় রেলের এই পদগুলিতে আবেদন করার জন্য আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আমরা প্রত্যেকটি ধাপ আলোচনা করছি-

  • সর্বপ্রথম RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.rrb.gov.in) যান।
  • এরপর “RRB Ministerial & Isolated Categories Recruitment 2025” লিংকে ক্লিক করুন।
  • আপনার সামনে নতুন একটি পেজ খুলবে। সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করুন এবং আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর আবেদন ফি  পরিশোধ করুন। 
  • এবার আবেদন জমা দিন এবং ফাইনাল কপির একটি প্রিন্ট আউট রেখে দিন।

আবেদন ফি কত লাগবে?

ভারতীয় রেলের এই পদগুলিতে আবেদন করার জন্য সাধারণ এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে, যার মধ্যে CBT পরীক্ষায় বসলে ৪০০/- টাকা ফেরত দেওয়া হবে এবং PwBD, মহিলা, ট্রান্সজেন্ডার, এক্স-সার্ভিসম্যান, SC/ST ইত্যাদি প্রার্থীদের কাছে ৪০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে, যা CBT পরীক্ষায় বসলে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

ভারতীয় রেলের এই পদে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে সেগুলি হল-

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • জন্ম তারিখের প্রমাণপত্র,
  • SC/ST/OBC হলে জাতিগত সার্টিফিকেট,
  • PwBD হলে প্রতিবন্ধী সার্টিফিকেট, 
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে গত ৭ই জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে। আবেদন চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাই যারা আবেদন এখনও করেননি তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group