আগামী মাসেই RRB NTPC পরীক্ষা! দিনক্ষণ জানালো রেল বোর্ড, কবে মিলবে অ্যাডমিট?

Published on:

RRB NTPC

সৌভিক মুখার্জী, কলকাতা: রেলের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো RRB NTPC পরীক্ষা। আর এই পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। হ্যাঁ ঠিকই পড়েছেন। জানা যাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ায় গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট স্তরের প্রার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্রাজুয়েট লেভেলে কী কী পদ রয়েছে?

এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট 8113 টি গ্রাজুয়েট লেভেল পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। আর এর মধ্যে রয়েছে স্টেশন মাস্টার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, গুডস ট্রেন ম্যানেজার এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদ। রেলের সূত্র মারফত খবর, প্রতিটি পদে CBT 1 পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করা হবে। এরপর CBT 2, স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আন্ডার গ্রাজুয়েট লেভেলে কী কী পদ থাকছে?

আন্ডারগ্রাজুয়েট স্তরের জন্য মোট 3445 টি পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। আর এই স্তরের আওতায় ট্রেনস ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অ্যাডমিট কার্ড কতদিন আগে পাওয়া যাবে?

এখনো পর্যন্ত যা খবর, পরীক্ষার 10 দিন আগে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে সিটি ইনটিমেশন স্লিপ দিয়ে দেওয়া হবে। সেখানে আপনার পরীক্ষার শহর, তারিখ ও শিফটের সময় থাকবে। আর পরীক্ষার ঠিক 4 দিন আগে প্রার্থীরা তাদের নিজের নিজের RRB রিজিওনাল ওয়েবসাইটে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।

পরীক্ষার প্যাটার্ন কেমন হবে?

RRB NTPC CBT 1 পরীক্ষাটি মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফরম্যাটে হবে। এমনকি 15 টি ভাষায় এই পরীক্ষা হবে, যেখানে মোট প্রশ্ন থাকবে 100 টি এবং নম্বর থাকবে মোট 100। সময় থাকবে 90 মিনিট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ⅓ নম্বর কাটা যাবে।

প্রতিদিন কয়টি শিফটে পরীক্ষা হবে?

বিগত অভিজ্ঞতা অনুযায়ী, পরীক্ষাটি প্রতিদিন তিনটি শিফটে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর প্রথম শিফট হতে পারে সকাল 9:00 থেকে 10:30 পর্যন্ত, যেখানে রিপোর্টিং টাইম থাকবে সকাল 7:30। দ্বিতীয় শিফট হতে পারে দুপুর 12:45 থেকে 2:15, যেখানে রিপোর্টিং টাইম থাকবে সকাল 11:15 এবং তৃতীয় শিফট হতে পারে বিকাল 4:30 থেকে 6:00 পর্যন্ত, যেখানে রিপোর্টিং টাইম থাকবে বিকাল 3:00।

পরীক্ষা কবে হবে?

এখনো পর্যন্ত গ্রাজুয়েট লেভেল পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, RRB NTPC  গ্রাজুয়েট লেভেল কম্পিউটার-বেস পরীক্ষাটি আগামী 5 জুন থেকে 23 জুন, 2025 এর মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট লেভেল পরীক্ষাটি আগামী জুন বা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে।

আরও পড়ুনঃ ফাটল ছিল রেল লাইনে, কৃষকের বুদ্ধিতে রক্ষা পেল দার্জিলিং মেল

এককথায় RRB NTPC 2025 পরীক্ষার আর খুব একটা দেরি নেই। তাই যারা আবেদন করেছেন, এখন থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি নিয়মিত রেল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group