ভারতীয় রেলে আবারও ৮৮৭৫ শূন্যপদে NTPC নিয়োগ! কবে শুরু আবেদন?

Published on:

RRB NTPC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে যারা চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য আবারও দুর্দান্ত সংবাদ। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২৫-২৬ সালের জন্য এনটিপিসি নিয়োগের (RRB NTPC Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাও এক ধাক্কায় ৮৮৭৫ শূন্যপদে। আর এই নিয়োগ মূলত গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট প্রার্থীদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিবরণ তুলে ধরা হল।

কোন কোন পদে নেওয়া হচ্ছে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানা গিয়েছে, এখানে মূলত স্টেশন মাস্টার, গুডস গার্ড, কমার্শিয়াল ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, জুনিয়র টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সহ আরও বেশ কিছু পদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা ৮৮৭৫টি, যেখানে গ্রাজুয়েট পদের জন্য ৫৮১৬টি শূন্যপদ রয়েছে এবং আন্ডার গ্রাজুয়েট পদের জন্য ৩০৯৮টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

গ্রাজুয়েট পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের বৈধ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং আন্ডার গ্রাজুয়েট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

বয়স সীমা

আন্ডার গ্রাজুয়েট পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৩০ বছর এবং গ্রাজুয়েট পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৩ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC, PWD প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

এখানে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে যা মূলত পোস্ট এবং স্তরের উপর নির্ভর করবে। সমস্ত নিয়োগই ভারতীয় রেলের বিভিন্ন জোনে করা হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত সিবিটি-১ পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে সিবিটি-২ পরীক্ষা দিতে হবে। এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে কিছু কিছু ক্ষেত্রে স্কিল বা টাইপ টেস্টর প্রয়োজন হবে। সেখানে উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আরআরবি-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর “এনটিপিসি ২০২৫” লিংকে ক্লিক করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে ফি প্রদান করে সাবমিট করুন।

জানিয়ে রাখি, এখানে সাধারণ, OBC ও EWS প্রার্থীদের আবেদন করার জন্য ৫০০ টাকা ফি দিতে হবে, যার মধ্যে সিবিটি-১ পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। আবার SC/ST/PWD/মহিলা/প্রাক্তন সেনা প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে, যা সিবিটি-১ পরীক্ষা দিলে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৩৫,৪০০! ভারতীয় রেলে ৩৬৮ শূন্যপদে সেকশন কন্ট্রোলার নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৩ সেপ্টেম্বর, ২০২৫। সম্ভাব্য অক্টোবর বা নভেম্বর নাগাদ আবেদন শুরু হবে এবং আবেদন চলবে নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত।

RRB NTPC Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥