রেলে চাকরিপ্রার্থীদের জন্য সুংসবাদ, বাড়ানো হল ৬২৩৮ টেকনিশিয়ান পদে আবেদনের তারিখ

Published on:

RRB Technician Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা রেলে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য রইল দারুণ সংবাদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি 6238 শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগের (RRB Technician Recruitment 2025) যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তার আবেদনের সময় সীমা বাড়িয়েছে। আগে এই পদে আবেদনের শেষ তারিখ ছিল 28 জুলাই। তবে প্রচুর আবেদনকারী সময় বৃদ্ধির দাবি জানালে রেল বোর্ড সিদ্ধান্ত নিয়ে আরো কিছুটা সময় বাড়িয়ে দেয়। তবে এবার লাস্ট ডেট কবে করা হয়েছে? জানতে হলে প্রতিবেদনটিতে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদ এবং শূন্যপদের বিবরণ

রেলের এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় বিভিন্ন জোনে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড-ওয়ান (সিগন্যাল) পদে 183টি শূন্যপদ এবং টেকনিশিয়ান গ্রেড-থ্রি পদে 6055টি শূন্যপদ ছিল।

শিক্ষাগত যোগ্যতা

টেকনিশিয়ান গ্রেড-ওয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীকে পদার্থবিদ্যা/ইলেকট্রনিক্স/কম্পিউটার বিজ্ঞান/আইটি বিষয়ে বিএসসি গ্রাজুয়েশন করতে হবে। তবে BE/B.Tech/তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলেও আবেদন করা যাবে। কিন্তু টেকনিশিয়ান গ্রেট-থ্রি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকলেই হবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিককে ফিজিক্স বা ম্যাথসহ উত্তীর্ণ হলে আবেদন করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়স সীমা

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছিল, গ্রেড-ওয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 33 বছর বয়স লাগবে এবং গ্রেড-থ্রি পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 30 বছর বয়স লাগবে। কিন্তু হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের সিবিটি পরীক্ষা, মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সিবিটি পরীক্ষাটি অনলাইনের মাধ্যমেই হবে। সেখানে 100টি প্রশ্ন থাকবে এবং মোট 90 মিনিট সময় দেওয়া হবে। উল্লেখ্য, সাধারন জ্ঞান, যুক্তি ও বিশ্লেষণ, কম্পিউটার ও অ্যাপ্লিকেশন, গণিত এবং বেসিক সাইন্স ও ইঞ্জিনিয়ারিং-এর উপর প্রশ্ন থাকবে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে আরআরবি-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.rrbapply.gov.in) যেতে হবে। তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদন পত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর ছবি, সিগনেচার ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।

জানিয়ে রাখি, General/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 500 টাকা আবেদন ফি চাওয়া হয়েছে, যার মধ্যে সিবিটি-ওয়ান পরীক্ষা দিলে 400 টাকা ফেরত দেওয়া হবে। আর SC/ST/Women/EBC প্রার্থীদের আবেদন করার জন্য 250 টাকা আবেদন ফি চাওয়া হয়েছে, যেখানে সিবিটি-ওয়ান পরীক্ষা দিলে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৪৭,৬০০! UPSC-র তরফ থেকে শ্রম দপ্তরে দু’শোর বেশি শূন্যপদে নিয়োগ

লাস্ট ডেট কবে?

উল্লেখ্য জানিয়ে রাখি, আগে আবেদন করার শেষ তারিখ ছিল 28 জুলাই, 2025। তবে আবেদনকারীদের চাহিদার কথা মাথায় রেখে রেলওয়ে বোর্ড আবেদনের সময় সীমা 7 আগস্ট, 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তাই যারা আবেদন করেননি, তাঁদের 7 আগস্টের মধ্যে অবশ্যই আবেদন সেরে নিতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group