স্নাতক পাশেই ১৩,৭৩৫ চাকরি! বিপুল নিয়োগ করছে SBI, সহজেই করুন আবেদন

Published on:

sbi recruitment 2024

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময় দাঁড়িয়ে একটা ভালো চাকরির খোঁজ পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার বেকার যুবক যুবতীরা পড়াশোনা শেষে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার মিলল সুখবর, ১৩ হাজারেরও বেশি শূন্যপদে লোক নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কি যোগ্যতা লাগবে? কীভাবে করবেন আবেদন? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । SBI Clerk Recruitment Notice 2024

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হাজার হাজার  শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই আবেদন পক্রিয়া চালু হয়ে গিয়েছে। তাই যারা আবেদন করতে চাও তাঁরা সমস্ত খুঁটিনাটি তথ্য দেখে নাও।

মোট শূন্যপদ

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩,৭৩৫ তো শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত জুনিয়ার অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদের জন্যই নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে জেনারেলদের জন্য ৫,৮৭০ টি, EWS প্রার্থীদের জন্য ১,৩৬১ ওবিসি প্রার্থীদের জন্য ৩,০০১, এসসি প্রার্থীদেরজন্য ২,১১৮ ও এসটি প্রার্থীদের জন্য ১,৩৮৫ টি শূন্যপদ থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ঊর্ধ্বসীমা

এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে। তবে সংরক্ষণের ভিত্তিতে ছাড় দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

  • যারা SBI Clerk পদের জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (https://bank.sbi/web/careers/current-openings) চলে যেতে হবে।
  • এরপর সেখান থেকে জুনিয়ার অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট পদের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। তারপর সেখানে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য ‘Click Here for New Registration’ এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • লগইন করার পর আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে। ফর্ম পূরণের পর যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো দিয়ে সবটা চেক করে সাবমিট করে দিতে হবে। তাহলেই আবেদন পক্রিয়া সম্পন্ন হবে।

নিয়োগের পদ্ধতি

আবেদন করার পর মোট চারটি ধাপে প্রার্থী বাছাই হবে। প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এরপর দ্বিতীয় ধাপে মেনস পরীক্ষা হবে, এটিও অনলাইনেই হবে। তারপর ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। শেষে প্রার্থীবাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ৭ ই জানুয়ারি ২০২৫ 

আবেদনের জন্য ফি : ৭৫০ টাকা

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group