প্রীতি পোদ্দার: বেকারত্বের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তার উপর চাকরির অবস্থা ক্রমেই নিম্নমুখী। কিন্তু তবুও আশা ছাড়ছে না অনেক চাকরিপ্রার্থীরা। আর এই আবহেই এবার তাঁদের জন্য সুখবর বয়ে আনল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। জানা গিয়েছে সেখানে সহস্রাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে। তাতে জানানো হয়েছে, স্পেশালিস্ট ক্যাডার অফিসার এর র্যাঙ্কের বেশ কিছু উচ্চপদে নিয়োগ করা হবে কর্মীদের। কোন কোন পদে নিযুক্ত করা হবে, যোগ্যতা, বয়সসীমা বেতন সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
SBI Recruitment 2024 Notification: চাকরির বিবরণ
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সম্প্রতি অজস্র পদে প্রার্থী নিয়োগ এর ঘোষণা করা হয়েছে। কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য নীচে দেওয়া হল
অফিসিয়াল ওয়েবসাইট
সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হল sbi.co.in
পদের নাম
বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সকল পদের জন্য প্রার্থীর অনুসন্ধান করছে সেগুলি হল ডেপুটি ম্যানেজার (সিস্টেমস)-প্রোজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি, ডেপুটি ম্যানেজার (সিস্টেমস)- ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনস, ডেপুটি ম্যানেজার (সিস্টেমস)-নেটওয়ার্কিং অপারেশনস, ডেপুটি ম্যানেজার (সিস্টেমস)-আইটি আর্কিটেক্ট, ডেপুটি ম্যানেজার (সিস্টেমস)-ইনফরমেশন সিকিউরিটি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম)।
শূন্যপদের সংখ্যা
সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১,৪৯৭। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডেলিভারি পদে ১৮৭ জন, ডেপুটি ম্যানেজার ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনস পদে ৪১২ জন, ডেপুটি ম্যানেজার নেটওয়ার্কিং অপারেশনস পদে ৮০ জন, ডেপুটি ম্যানেজার আইটি আর্কিটেক পদে ২৭ জন, ডেপুটি ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি পদে ৭ জনকে নিয়োগ করা হবে।
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কাজের দক্ষতা অনুযায়ী উল্লেখিত পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের উপযুক্ত বেতন দেওয়া হবে। তবে ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকার মধ্যে এবং ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে।
SBI Recruitment 2024 Criteria: SBI তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের এর যোগ্যতা
সমস্ত চাকরির মত এই চাকরিতেও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি ম্যানেজার ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা B.Tech / BE / MCA / M.Tech এর ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর দরকার। ডেপুটি ম্যানেজার নেটওয়ার্কিং অপারেশনস পদের জন্য B.Tech / BE / M.Tech এর ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর দরকার। ডেপুটি ম্যানেজার (সিস্টেম) আইটি আর্কিটেক্ট পদের জন্য B.Tech/BE/MCA/M.Tech এর ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর, ডেপুটি ম্যানেজার (সিস্টেম) – তথ্য নিরাপত্তা পদের জন্য BE/B.Tech/MCA/M.Sc./M.Tech এর ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। এবং সহকারী ব্যবস্থাপক (সিস্টেম) পদে শিক্ষাগত যোগ্যতা B.Tech/BE/MCA/M.Tech এর ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন।
বয়সসীমা
উল্লিখিত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন বয়সসীমার উল্লেখ করা হয়নি।
Selection Process for SBI Recruitment 2024: SBI তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের নিয়োগ পদ্ধতি
ডেপুটি ম্যানেজার পদের জন্য, একটি শর্টলিস্টিং-কাম-টায়ার্ড/লেয়ারড ইন্টারঅ্যাকশন নেওয়া হবে ১০০ নম্বরের হবে। আর সেক্ষেত্রে প্রার্থীদের শুধুমাত্র তাদের ইন্টারঅ্যাকশন স্কোরের উপর ভিত্তি করেই র্যাঙ্ক যাচাই করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্কস পায়, তাহলে সেক্ষেত্রে বয়স্ক প্রার্থীরা উচ্চ র্যাঙ্কিং পাবেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে একটি অনলাইন লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারঅ্যাকশন পর্যায়। এই অনলাইন লিখিত পরীক্ষাটি হবে ৭৫ মিনিটের। সেখানে মোট ১০০ নম্বরের ৬০ টি প্রশ্ন থাকবে। আশা করা যাচ্ছে পরীক্ষাটি চলতি বছর নভেম্বর মাসেই হয়ত হতে পারে।
Application Process for SBI Recruitment: SBI তে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের আবেদনের পদ্ধতি
SBI তে উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য, প্রার্থীদের প্রথমে SBI এর নিজস্ব ক্যারিয়ারের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে প্রার্থীদের নিজস্ব এবং বৈধ ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্দিষ্ট পদগুলির আবেদনপত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পন্ন করতে হবে। এবং একটি সাদা কাগজে প্রার্থীর সই এবং অন্যান্য প্রয়োজনীয় নথি, যেমন আইডি প্রমাণ এবং শিক্ষাগত শংসাপত্র স্ক্যান করে সেই আবেদন পত্রে সাবমিট করে নিতে হবে।
SBI SCO আবেদন ফি
সাধারণ, EWS, এবং OBC বিভাগের আবেদনকারীদের আবেদনের জন্য ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে সেক্ষেত্রে SC, ST, এবং PwD প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। ফি দেওয়ার ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর শূণ্যপদগুলিতে আবেদন পত্র জমা দেওয়ার দিন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন পত্র জমা দেওয়া। এবং এই আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ৪ অক্টোবর, ২০২৪।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন – Click Here
অফিসিয়াল আপ্লিকেশন লিঙ্ক – Apply