সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় স্টেট ব্যাঙ্ক ফের বড়সড় নিয়োগের (SBI Recruitment 2025) পথে নামছে। সূত্রের খবর, প্রায় 18 হাজার নতুন পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্কের একটি রিপোর্ট। হ্যাঁ, এটি হতে চলেছে গত এক দশকের মধ্যে সবথেকে বড় নিয়োগ প্রক্রিয়া। এর মাধ্যমে শুধুমাত্র ব্যাঙ্কিং নয়, বরং প্রযুক্তিখাতকেও শক্তিশালী করতে চাইছে দেশের এই বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
কোথায় কোথায় নিয়োগ হবে? | SBI Recruitment 2025 |
একটি সর্বভারতীয় রিপোর্ট মারফত জানা যাচ্ছে, এই 18,000 পদের মধ্যে 14,000 পদে কর্মী নিয়োগ করা হবে ক্লার্ক বিভাগে, 1600 পদে নিয়োগ করা হবে সিস্টেমস বিভাগে। এমনকি প্রবেশনারি অফিসার (PO) পদেও নিয়োগ করা হবে। আর এই বিরাট কর্মসংস্থানের সুযোগ প্রচুর বেকার যুবক-যুবতীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।
SBI-র চেয়ারম্যান কী বলছেন?
প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সি. এস. শেঠি জানিয়েছেন যে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কের প্রযুক্তিগত পরিকাঠামো ও সার্বিক পরিষেবাকে উন্নত করা হবে। ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সিস্টেমের মান উন্নয়নের জন্য ডেটা সাইন্টিস্ট, নেটওয়ার্ক অপারেটর, ডাটা আর্কিটেক্টের মত বিশেষ পদে নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্কের আধিপত্য
জানিয়ে রাখি, আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক মানেই এক বিরাট আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যাঙ্কের বর্তমান ব্যালেন্স সিটের পরিমাণ 66 ট্রিলিয়ন ভারতীয় টাকারও বেশি। বর্তমানে ব্যাঙ্কটির 22,937 টি শাখা এবং 64 হাজার এটিএম রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।
এমনকি 2025 অর্থবর্ষে 53 লক্ষ কোটি টাকার আমানত পেয়েছে এই ব্যাঙ্ক, যা গত বছরের তুলনায় 26 শতাংশ বেশি। শুধু তাই নয়, রিপোর্ট বলছে YONO অ্যাপে রেজিস্টার্ড ইউজার 8.7 কোটি ছাড়িয়েছে। এই বিরাট পরিসংখ্যানই স্পষ্ট করছে যে, এই ব্যাঙ্কের আধিপত্য ঠিক কতটা।
আরও পড়ুনঃ কত কোটির মালিক বিচারপতিরা? সম্পত্তির খতিয়ান পেশ করল সুপ্রিম কোর্ট, দেখুন রিপোর্ট
স্টেট ব্যাঙ্কের কর্মসংস্থানের চিত্র
এদিকে রিপোর্ট বলছে 2024 সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় স্টেট ব্যাঙ্কের মোট কর্মীর সংখ্যা ছিল 2,32,296 জন। আর প্রতিবছর ব্যাঙ্কটি 300 থেকে 400টি নতুন শাখা খুলছে দেশের আনাচে-কানাচে। যার ফলে নতুন কর্মীর প্রয়োজন হচ্ছে, আর এই নিয়োগের মাধ্যমে ব্যাঙ্ক কর্মসংস্থানের ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করছে।