সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার আইটি বিশেষজ্ঞ নিয়োগের (SBI Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগের আওতায় কোনওরকম লিখিত পরীক্ষা নেই। শুধুমাত্র যারা আইটি ক্ষেত্রে দক্ষ বা ব্যাঙ্কের কাজে আগ্রহী, তাদেরকে নিয়োগ করা হবে। এমনকি এখানে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
পদ এবং শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যেখানে মোট ৫৯টি শূন্যপদ রয়েছে। তবে ম্যানেজার পদের জন্য ৩৪টি এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য ২৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
ম্যানেজার পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের IT/ Computer/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunications-এ BE/ B.Tech বা MCA ডিগ্রি লাগবে। তবে নূন্যতম ৬০% নম্বর দরকার।
তবে যদি কেউ ডেপুটি ম্যানেজার আবেদন করতে চায়, তাহলে তার ম্যানেজার পদের মতোই যোগ্যতা লাগবে। কিন্তু তিন বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা দরকার।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য ম্যানেজার পদের ক্ষেত্রে ২৮ থেকে ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩২ বছর বয়স চাওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
ম্যানেজার পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা বেতন দেওয়া হবে এবং ডেপুটি ম্যানেজার পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৬৪,২৮০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের শর্ট লিস্টিং, ইন্টারভিউ এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনওরকম লিখিত পরীক্ষা নেই। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
কীভাবে আবেদন করবেন?
এখানে আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর Career সেকশনে ক্লিক করুন এবং উপরের দিকে “Recruitment” লিংকটিকে খুঁজুন।
- এরপর Apply Online অপশনটিতে ক্লিক করুন। নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
- এরপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ঠিকানা ও যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।
জেনে রাখার বিষয়, এখানে আবেদন করার জন্য SC/ST/PwBD প্রার্থীদের কোনওরকম ফি লাগবে না। তবে অন্যান্য সকল প্রার্থীদের ৭৫০ টাকা করে ফি দরকার হবে।
আরও পড়ুনঃ সপ্তমীর সকালেই বন্ধ করে দেওয়া হল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর গেট!
এখানে আবেদন শুরু হয়েছে গত ১১ সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে ২ অক্টোবর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
SBI Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।