পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেই ছোট থেকে ব্যাঙ্কে কাজ করার স্বপ্ন দেখে থাকেন। তাই যারা ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রইল সুখবর। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। গোটা দেশের বিভিন্ন রাজ্যে হাজার হাজার শূন্যপদে লোক নেওয়া হবে। কি যোগ্যতা প্রয়োজন আর কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।
নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার । SBI Recruitment Notice
যেমনটা জানা যাচ্ছে মোট ১৩,৭৩৫টি পদে নিয়োগ করা হবে। যেখানে সিলেক্ট হলে প্রথম ছয় মাস ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে। পরবর্তীতে পার্মানেন্ট করা হবে। যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি, পাটনা ও চেন্নাইয়ের মত শহরে পোস্টিং দেওয়া হবে।
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ১৩,৭৩৫ টি। মূলত জুনিয়ার অ্যাসোসিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগ করা হবে।
বেতন
যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের ২৪,০৫০ থেকে শুরু করে ৬৪,৪৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের যেকোনো শাখায় স্নাতক হতে হবে। এছাড়া যদি ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকে তাহলেও আবেদন করা যাবে। আবেদনের সময় প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমেই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর কেরিয়ার বা Recruitment সেকশন থেকে ফর্ম নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আর ফি হিসাবে ৭৫০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য কোন ফিজ লাগবে না।
আবেদনের শেষ তারিখঃ ৭ই জানুয়ারি
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |