শুরুতেই বেতন ৮৫,৯২০! স্টেট ব্যাঙ্কে ১২২ শূন্যপদে নিয়োগ, চলছে আবেদন

Published:

SBI SO Recruitment 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে রইল সুখবর। কারণ দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই সম্প্রতি স্পেশালিস্ট অফিসার নিয়োগের (SBI SO Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হচ্ছে এবং শুরুতেই মোটা অংকের মাইনে পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হল।

স্টেট ব্যাঙ্কের স্পেশালিস্ট অফিসার নিয়োগ

সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এখানে ১২২টি শূন্যপদ রয়েছে। তবে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন—

  • ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদে ৬৩টি শূন্যপদ,
  • ম্যানেজার প্রোডাক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম পদে ৩৪টি শূন্যপদ এবং
  • ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম পদে ২৫টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

  • ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA ডিগ্রি লাগবে।
  • তবে অন্যান্য দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের B.E. / B.Tech ডিগ্রি থাকতে হবে অথবা MCA ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য ম্যানেজার পদে ২৮ থেকে ৩৫ বছর, ডেপুটি ম্যানেজার পদে ২৫ থেকে ৩২ বছর এবং ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদে ২৫ থেকে ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো কী রয়েছে?

প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন কাঠামো রয়েছে। যেমন—

  • ম্যানেজার পদগুলিতে চাকরি পেলে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা বেতন দেওয়া হবে।
  • ডেপুটি ম্যানেজার পদে চাকরি পেলে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করুন—

  • প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (sbi.co.in) যান।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন।
  • আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

উল্লেখ করার বিষয়, General / EWS / OBC প্রার্থীদের ৭৫০ টাকা করে ফি লাগবে। তবে SC / ST / PwBD প্রার্থীদের কোনও ফি লাগবে না।

আরও পড়ুনঃ 50MP ক্যামেরা, ভরে ভরে ফিচার্স! মাত্র ১২,৪৯৯ টাকায় 5G ফোন লঞ্চ করল Samsung

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে গত ১১ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। তাই সময় সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

State Bank of India Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join