৫৭,২০৮ শূন্যপদে নিয়োগ, সূচি প্রকাশ করল SSC! কবে কবে পরীক্ষা? দেখুন তালিকা

Published on:

ssc cgl

প্রীতি পোদ্দার, দিল্লি: কেন্দ্রীয় হোক বা রাজ্য, সরকারী চাকরী করার ইচ্ছা অনেকের। তাই দিন রাত পড়াশোনা করতে হয়। কারণ এই পরীক্ষাগুলো উত্তীর্ণ করা খুবই কঠিন। আর এই আবহে চাকরিপ্রার্থীদের জন্য এক খুশির খবর নিয়ে এল SSC। সম্প্রতি SSC জিডি কনস্টেবল পরীক্ষার তারিখ, SSC কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হল। সেইসঙ্গে স্টাফ সিলেকশন কমিশন (SSC) জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষারও নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। দুটি নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,২০৮। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

SSC CGL টিয়ার-২ পরীক্ষার দিনক্ষণ

SSC র তরফ থেকে জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ১৮ জানুয়ারি, ১৯ জানুয়ারি এবং ২০ জানুয়ারি SSC CGL অর্থাৎ এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষা হবে। এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত SSC CGL টিয়ার-১ পরীক্ষা হয়েছিল। এখনও সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। তাই সেই ফলাফল প্রকাশের দিনক্ষণ নিয়ে বেশ চিন্তিত রয়েছেন চাকরিপ্রার্থীরা।

SSC Constable GD পরীক্ষার দিনক্ষণ

SSC জানিয়েছে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৩ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি SSC Constable GD নিয়োগের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

SSC Constable GD পরীক্ষার বিভিন্ন পদে একাধিক শূন্যপদ রয়েছে। বিএসএফ এর ক্ষেত্রে ১৫,৬৫৪ জন, সিআইএসএফ এর ক্ষেত্রে ৭,১৪৫ জন, সিআরপিএফ এর ক্ষেত্রে ১১,৫৪১ জন, এসএসবি এর ক্ষেত্রে ৮১৯ জন, আইটিবিপি এর ক্ষেত্রে ৩,০১৭ জন, অসম রাইফেলস এর ক্ষেত্রে ১,২৪৮ জন, এসএসএফ এর ক্ষেত্রে ৩৫ জন, এনসিবি এর ক্ষেত্রে ২২ জন।

অপরদিকে SSC সিজিএল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’-র যেসকল শূন্যপদ রয়েছে সেগুলি হল অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, অ্য়াসিসট্যান্ট সেকশন অফিসার, অ্য়াসিসট্যান্ট এনফোর্সমেন্ট অ্য়াসিসট্যান্ট, ইনকাম ট্যাক্সের অফিসার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্য়াসিসট্যান্ট/আপার ডিভিশন ক্লার্ক, অডিটর, ট্যাক্স অ্য়াসিসট্যান্ট, অ্যাকাউন্টটেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টটেন্ট, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসারের মতো পদ।

কীভাবে অনলাইনে চেক করে নেবেন ফলাফল?

কিন্তু যেইমুহূর্তে কমিশনের তরফে SSC CGL টিয়ার-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, সেইসময় যাতে বিনা বাঁধা ফলাফল চেক করতে পারেন তার জন্য অনলাইনে ফলাফল চেক করার পদ্ধতি জানিয়ে দেওয়া হল। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-তে যেতে হবে। এরপর সেখান থেকে ‘Results’ ট্যাবে যেতে হবে। ট্যাব খুললে CGL পেজে যেতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখে নিতে পারবেন প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group