সৌভিক মুখার্জী, কলকাতা: যারা পুলিশ কিংবা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান, তাদের জন্য দারুণ সুখবর। এবার স্টাফ সিলেকশন কমিশন সাব-ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের (SSC CPO Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই নিয়োগের মাধ্যমে মোট তিন হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে এটি দারুণ সুযোগ। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
পদ এবং শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সাব-ইন্সপেক্টর এবং দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ৩০৭৩টি। এর মধ্যে CAPF পদে ২৮৬১টি এবং দিল্লি পুলিশ এসআই পদে ২১২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবে।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদন করার জন্য নূন্যতম বয়স চাওয়া হয়েছে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৫ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে SSC-এর লেভেল ৬ অনুযায়ী প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর শারীরিক পরীক্ষা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে এসএসসি’র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
- তবে আগে রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর অনলাইনে CPO নিয়োগের ফর্মটি ফিলাপ করুন।
- নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
আরও পড়ুনঃ শ্যামনগরে মা, শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ফল বিক্রেতা! মৃত ৩
উল্লেখ করার বিষয়ে, এখানে SC/ST ও প্রাক্তন সেনা সদস্যদের আবেদন করার জন্য কোনও ফি লাগবে না। তবে অন্যান্য প্রার্থীদের ১০০ টাকা করে ফি চাওয়া হয়েছে।
জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ এবং আবেদন চলবে আগামী ১৬ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
SSC Official Notification- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।