সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা SSC-র ট্রান্সলেটর পদে নিয়োগের (SSC JHT Recruitment 2025) জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। যাদের হিন্দি বা ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে এবং কেন্দ্রের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য SSC এবার জুনিয়র হিন্দি ট্রান্সলেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা যাচ্ছে, প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, বয়স সীমা কত লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | SSC JHT Recruitment 2025 |
SSC-র তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, সাব ইন্সপেক্টর ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে মোট 437 টির বেশি শূন্যপদ থাকতে পারে। যদিও এখনো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অফিসিয়াল নোটিশ বেরোলে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে এবং সংশ্লিষ্ট ভাষায় অনার্স থাকতে হবে। পাশাপাশি অনুবাদ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। এমনকি তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা কত দরকার?
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স লাগবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে 30 বছর। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
যেমনটা জানানো হয়েছে, JHT / JTO / JT / Sub-Inspector (CRPF) পদগুলোতে চাকরি পেলে প্রতি মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে এবং SHT / ST পদগুলোতে চাকরি করে প্রতি মাসে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, সাব ইন্সপেক্টর পদে শারীরিক দক্ষতার পরীক্ষা এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে।
আরও পড়ুনঃ এক ঘায়েই গুঁড়িয়ে যাবে চিন ও পাকিস্তান! জানেন ভারতের অগ্নি-৫ মিসাইলের পাওয়ার?
আবেদন করবেন কীভাবে?
চাকরিপ্রার্থীকে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে।
জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে 5 জুন, 2025 থেকে এবং আবেদন চলবে আগামী 26 জুন, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।