SSC-র তরফে আবারও ২৪০২ শূন্যপদে চাকরি! জারি বিজ্ঞপ্তি

Published:

SSC Phase XIII Recruitment 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা IAS বা SSC CGL পরীক্ষার স্বপ্ন দেখেন, তাদের জন্য স্টাফ সিলেকশন কমিটি এবার জারি করেছে বিরাট নিয়োগের (SSC Phase XIII Recruitment 2025) বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাস করেও এখানে চাকরির সুযোগ থাকছে। এবার প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং চাকরির শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।

কিন্তু কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | SSC Phase XIII Recruitment 2025 |

SSC-র তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Phase XIII Selection Post (2025) পদে নিয়োগ করা হবে। তবে মোট শূন্যপদ রয়েছে 2402 টি।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

SSC-র এই নিয়োগে মূলত তিনটি স্তর অনুযায়ী যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমত, মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে এবং তৃতীয়ত, স্নাতক উত্তীর্ণরাও আবেদন করতে পারবে।

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন 18 বছর বয়স লাগবে এবং সর্বোচ্চ 30 বছর বয়স দরকার। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় প্রযোজ্য।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, প্রতিটি পদে চাকরি পেলে পে-লেভেল 1 থেকে 6 পর্যন্ত বেতন দেওয়া হবে।এর সঙ্গে অন্যান্য ভাতাও যুক্ত থাকবে। মোটামুটি 20,200 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন হতে পারে।

কীভাবে নিয়োগ করা হবে?

প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে মেধা তালিকা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আরও পড়ুনঃ ভারতের উপর বদলা? জিনপিং-এর সিদ্ধান্তে সংকটে দেশের গাড়ির বাজার

আবেদন কীভাবে করবেন?

আগ্রহী প্রার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর “Phase-XIII/2025/Selection Posts” লিঙ্কে ক্লিক করুন। 
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 
  • এরপর আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে 2 জুন থেকে এবং আবেদন চলবে আগামী 23 জুন পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join