মিলবে পেনশন, স্বাস্থ্যবীমা? শ্রম মন্ত্রকের সঙ্গে চুক্তি Swiggy-র! হবে ১০-১২ লাখ চাকরি

Published:

Swiggy signs big deal with Indian Labour Ministry to provide jobs to 12 lakh unemployed youth
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট চুক্তি স্বাক্ষর করল ভারতের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy। সূত্রের খবর, ভারতীয় শ্রম মন্ত্রকের সাথে ইতিমধ্যেই মউ চুক্তি করেছে দেশের এই ফুড ডেলিভারি জায়েন্ট। যার জেরে চাকরি পাবেন দেশের অসংখ্য বেকার ছেলে-মেয়ে।

5 কোটির পেটের ভাত জোগায় Swiggy!

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের 500 টিরও বেশি শহরে খাবার সরবরাহ করে Swiggy। যার জেরে দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের সুযোগ পান স্থানীয় ছেলে মেয়েরা। খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে ভারতের প্রায় 5 কোটি বেকার যুবক-যুবতীর কাজের যোগান দিয়েছে এই সংস্থা। তবে শ্রম মন্ত্রকের সাথে চুক্তির কারণে এবার কর্মীর সংখ্যা আরও বাড়াতে চলেছে এই ফুড ডেলিভারি কোম্পানি।

10-12 লাখ কর্মী নিয়োগ করবে Swiggy?

সম্প্রতি দেশের অন্যতম বড় ফুড ডেলিভারি সংস্থার সাথে মউ চুক্তি শেষে কেন্দ্রীয় শ্রম ও পরিবেশ মন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, ভারতের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল ছেলে মেয়েদের কর্মসংস্থানের অন্যতম প্রধান ঠিকানা হয়ে উঠেছে। শ্রম পোর্টালের আওতায় বর্তমানে দেশের 31 কোটি মানুষের তথ্য রয়েছে।

এই ইন্টিগ্রেশনের দৌলাতে যেমন চাকরিপ্রার্থীরা সুযোগ পাবেন, তেমনই NCA পোর্টালের মাধ্যমে সংস্থাগুলিও যোগ্যপ্রার্থী নির্বাচন করতে পারবে। ভারতের অন্যতম ফুড ডেলিভারি জয়েন্টের সাথে বড় চুক্তি স্বাক্ষর করায় কেন্দ্রীয় শ্রম ও পরিবেশ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 10-12 লাখ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ করে দেবে Swiggy।

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ, নতুন স্থায়ী বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, ভারতীয় ফুড ডেলিভারি সংস্থা Swiggy ছাড়াও দেশের আরও একাধিক সংস্থার সাথে শীঘ্রই মউ স্বাক্ষর করতে চলেছে শ্রম মন্ত্রক। এছাড়াও গিগ ওয়ার্কার্সদের পেনশনের সুবিধা আনছে কেন্দ্র। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলতে পারে। তাই আগামী দিনে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি বয়দের সোনায় সোহাগা হতে চলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join