কলকাতাঃ ৮৬ বছর বয়সে ভারতের বিখ্যাত শিল্পপতি ও টাটা গ্ৰুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা প্রয়াত হয়েছেন। এদিকে তার চলে যাওয়াকে এখন অবধি সাধারণ দেশবাসী মেনে নিতে পারছেন না। কিন্তু সেজে কথায় আছে না কারো জন্য কোন কিছু থেমে থাকে না এবারও তার ব্যতিক্রম ঘটলো না তবে এবার টাটা গোষ্ঠী এমন এক ঘোষণা করেছে যার পরে আপনার মুখেও হাসি ফুটতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় বন্যা হয়ে ঘুরে বেরাচ্ছিলেন তাদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। আসলে এবার আগামী ৫ বছরে ৫ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা করলো টাটা গোষ্ঠী। হ্যাঁ ঠিকই শুনেছেন।
একদিকে যখন দেশে বেকারত্বের সংখ্যা করে বেড়েই চলেছে সেখানে স্বাভাবিকভাবেই টাটা গোষ্ঠীর এহেন ঘোষণায় আশার ক্ষীণ আলো দেখছেন দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী। বিভিন্ন সেক্টরে বেকার যুবক-যুবতীদের আগামী পাঁচ বছরে নিয়োগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টাটা গোষ্ঠী। আপনিও কি একটা ভালো চাকরির সন্ধান করছিলেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
৫ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা টাটা গ্রুপের | Tata Group Announce 5 Lakh Job |
গত মঙ্গলবার টাটা গোষ্ঠী চেয়ারম্যান এম চন্দ্রশেখরন বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সেমিকন্ডাক্টর বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি উৎপাদন থেকে শুরু করে তাদের একাধিক উৎপাদন ব্যবসায় আগামী পাঁচ বছরে ৫ লক্ষ কর্মসংস্থানে পরিকল্পনা করছে টাটা গোষ্ঠী। এদিন ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট এর এক আলোচনা সভায় চন্দ্রশেখরনকে বলতে শোনা যায়, ‘অর্থনৈতিক বৃদ্ধির অংশীদার হতে গেলে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। বিপুল সংখ্যক যুবক যুবতীকে নিয়ে আমাদের বিশ্বের মানবসম্পদ কেন্দ্রে পরিণত হওয়ার ক্ষমতা রাখি। ভারত অর্থনৈতিক বৃদ্ধির গতি ধরে রেখেছে এবং মাথাপিছু উর্ধ্বমুখী পণ্য পরিষেবার চাহিদা বাড়তে থাকবে।’
১০ কোটি চাকরির ব্যবস্থার দাবি
চন্দ্রশেখরন বলেন, ‘সেমিকন্ডাক্টার ক্ষেত্র, প্রিসিশন উৎপাদন, অ্যাসেম্বলি, বৈদ্যুতটি গাড়ি, ব্যাটারি এবং এর অনুসারী শিল্পে যে পরিমাণ বিনিয়োগ আমরা করেছি তাতে আগামী পাঁচ বছরে পাঁচ লক্ষ কর্মসংস্থান করা যাবে বলেই আমি মনে করি।’ উল্লেখ্য, আসামে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করছে টাটা গোষ্ঠী। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর ফলে কমপক্ষে পাঁচ লক্ষ ক্ষুদ্র মাঝারি সংস্থার জন্ম হবে বলে আমাদের আশা। টাটা গ্ৰুপের চেয়ারম্যান বলেন, ‘আমাদের ১০ কোটি চাকরির ব্যবস্থা করতে হবে। চিপের মতো নতুন প্রজন্মের উৎপাদন ক্ষেত্রে প্রতি একটি প্রত্যক্ষ নিয়োগের সঙ্গে ১০ টি পরোক্ষ নিয়োগ সম্ভব হবে।