কপাল খুলল ফ্রেশারদের! ৪২ হাজার কর্মী নিয়োগ করছে TCS

Published on:

Updated on:

TCS is recruiting 42,000 freshers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর! ফের বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করছে দেশের নামি আইটি সংস্থা TCS। 2025 আর্থিক বছরে 42 হাজার ফ্রেশার নিয়েছিল টাটার এই সংস্থা। এবার 2026 অর্থবর্ষেও সমপরিমাণ ফেশার বা অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

TCS-এ বিপুল নিয়োগ

সম্প্রতি, সংস্থার প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ জানিয়েছেন, 2025 আর্থিক বছরে 42 হাজার ফ্রেশার চাকরিপ্রার্থীদের নিয়োগ করেছি আমরা। 2026 অর্ধবর্ষেও 42 হাজার বা তার বেশি চাকরিপ্রার্থী নিয়োগ করবে TCS। সংস্থার ওই কর্মকর্তা জানান, কোম্পানি ক্যাম্পাস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েদের নিয়োগ করে থাকলেও তা মূলত ব্যবসায়িক পরিসর ও ছেলে মেয়েদের দক্ষতার ওপর নির্ভর করে।

ওই TCS কর্মকর্তার বক্তব্য, ভারতের এই আইটি সংস্থা মূলত ছেলেমেয়েদের দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক অঞ্চল গুলি থেকেও নিয়োগ করবে TCS। বিগত বছরগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা TCS-র ব্যবসায় কোনও রকম প্রভাব ফেলতে পারেনি বলেও জানায় সংস্থা।

অবশ্যই পড়ুন: রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

কর্মী ছাঁটাইয়ের হার বেড়েছে!

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, চতুর্থ ক্রাইমাসিকে TCS-র কর্মী ছাঁটাইয়ের হার গত বছরের হিসেবকেও ছাড়িয়ে গিয়েছে। জানা যাচ্ছে, গতবারের 13 শতাংশ কর্মী ছাঁটাইয়ের হার বেড়ে 13.3 শতাংশ হয়েছে। যদিও TCS জানিয়েছে, বার্ষিক কর্মী ছাঁটাই 130 বেসিস পয়েন্ট কমেছে। একই সাথে, কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধিও আপাতত স্থগিত রয়েছে। ফলত, এমন অবস্থার মাঝেই 42 হাজার নতুন ফ্রেশার নিয়োগের কথা জানাল TCS।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥