সৌভিক মুখার্জী, কলকাতা: যারা পুলিশের চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো উত্তরপ্রদেশ সরকার। খুব শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ আগামী নভেম্বর মাস থেকেই বের হচ্ছে বিরাট কনস্টেবল নিয়োগের (UP Police Constable Recruitment 2025) বিজ্ঞপ্তি। আর সংখ্যাটাও কম নয়, একধাক্কায় ২২,৬০৫ শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এন্ড প্রমোশন বোর্ডের তরফ থেকে প্রকাশিত একটি চাকরির ক্যালেন্ডার অনুযায়ী, এবার কনস্টেবল পদে বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিভিল পুলিশ কনস্টেবল, কনস্টেবল পিএসসি, কনস্টেবল স্পেশাল সিকিউরিটি ফোর্স, কনস্টেবল পিএসসি মহিলা, কনস্টেবল জেল অর্ডার ইত্যাদি।
বাড়ছে চাকরিপ্রার্থীদের ভিড়
প্রসঙ্গত, আগে সাব-ইন্সপেক্টর পদে ৪৫৪৩ টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর তার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১১ সেপ্টেম্বর, ২০২৫। সেখানে প্রায় ১৫ লক্ষ প্রার্থী আবেদন করেছে। আর এতে বিপুল সংখ্যক আবেদন থেকে বোঝা যাচ্ছে যে, উত্তরপ্রদেশে পুলিশের চাকরি পাওয়ার প্রতিযোগিতা ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মানদন্ড
উল্লেখ্য, কনস্টেবল পদে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস করতে হয়। পাশাপাশি যেকোনও স্বীকৃত বোর্ড থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এর সাথে শারীরিক যোগ্যতাও দরকার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১৫২ সেন্টিমিটার উচ্চতা দরকার এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১৬০ সেন্টিমিটার উচ্চতা দরকার হয়।
আরও পড়ুনঃ লম্ফঝম্ফই সার! এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার হুমকি দিয়েও পারল না পাকিস্তান
একনজরে নিয়োগের ক্যালেন্ডার
পদের নাম | শূন্যপদ | সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ |
সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (কনফিডেনটিয়াল), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (ক্লার্ক), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (একাউন্টস) | ৯২১ | অক্টোবর/নভেম্বর, ২০২৫ |
কম্পিউটার অপারেটর গ্রেড-এ | ২২৮২ | অক্টোবর/নভেম্বর, ২০২৫ |
সাব ইন্সপেক্টর সিভিল পুলিশ, প্লাটুন কমান্ডার পিএসসি, সাব ইন্সপেক্টর আর্মড পুলিশ | ৪৫৪৩ | আগস্ট, ২০২৫ |
অ্যাসিস্ট্যান্ট রেডিও অপারেটর | ৪৪ | অক্টোবর/নভেম্বর, ২০২৫ |
কনস্টবল সিভিল পুলিশ, কনস্টবল পিএসসি, কনস্টবল স্পেশাল সিকিউরিটি ফোর্স | ২২,৬০৫ | নভেম্বর, ২০২৫ |
সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (কনফিডেনটিয়াল), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (ক্লার্ক), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (একাউন্টস) | ৩৪৫ | ডিসেম্বর, ২০২৫ |
প্রসঙ্গত, যেহেতু লিখিত পরীক্ষার পরেই শারীরিক পরীক্ষা শুরু হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞান, যুক্তিবিদ্যা, গণিত, মৌলিক আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপরেই লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে। এর পাশাপাশি নিয়মিত দৌড় বা ফিটনেস অনুসরণ করাও জরুরী। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। খুব শীঘ্রই আসছে নিয়োগের বিজ্ঞপ্তি।