CID-র বিশেষ পদে কর্মী নিয়োগ, বেতন ১.৫ লক্ষ টাকা, এভাবে করুন অ্যাপ্লাই

Published on:

CID Recruitment 2024: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। আপনিও কি চাকরি খুঁজছেন? বিশেষ করে সিআইডিতে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছেন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলিতে চুক্তির ভিত্তিতে পূরণ করা হবে বলে খবর। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোবাইল ফরেনসিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেনসিক এক্সপেফ্ট, ম্যালওয়্যার ফরেনসিক এক্সপার্ট, ক্লাউড ফরেনসিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিটিক্স এবং ডিস্ক ফরেনসিক এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৯টি শূন্যপদে লোক নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

১) Mobile Forensic Expert ও Network Forensic Expert পদে চাকরি পেতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আইটিএল কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম টেক, বিসিএ / এমসিএ বা অন্য কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২) এছাড়া Malware Forensic Expert ও Cloud Forensic Expert পদে চাকরি পেতে প্রার্থীদের আইটিএল কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ব্যাচেলর বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট / এম টেক বা বিসিএ / এমসিএ বা অন্য কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে অভিজ্ঞতা থাকতে হবে।
৩) এর পাশাপাশি Cloud Forensic Expert, Crypto Analysts ও Disk Forensic Expert পদে চাকরি পেতে আবেদনকারীর কাছে আইটিএল কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম টেক, বিসিএ / এমসিএ বা অন্য কোনও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন কাঠামো

মোবাইল ফরেনসিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেনসিক এক্সপেফ্ট, ম্যালওয়্যার ফরেনসিক এক্সপার্ট, ক্লাউড ফরেনসিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিটিক্স এবং ডিস্ক ফরেনসিক এক্সপার্ট পদে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে আপনার মাসিক বেতন হবে ১.৫ লক্ষ টাকা।

বাছাই প্রক্রিয়া

স্ক্রিনিং টেস্ট / দক্ষতা পরীক্ষা / সাক্ষাত্কার ইত্যাদির মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার দিন তাদের অনলাইন কল লেটারের প্রিন্টআউট সহ একটি ফটো কপি আনতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট, ২০২৪।

কীভাবে আবেদন করবেন

এখন নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে আবেদন করবেন?
১) আবেদনকারীকে সিআইডির অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment-cidwb.in/application/ -তে যেতে হবে।
২) এরপর পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, আধার কার্ড আপলোড করতে হবে।
৩) আবেদনপত্রের একটি কপি সঙ্গে রাখতে হবে।
সঙ্গে থাকুন ➥
X