শ্বেতা মিত্রঃ ভালোভাবে পড়াশোনা করে চাকরি করার স্বপ্ন কে না দেখেন। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন তো আবার কেউ কেউ আছেন যারা শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন। তবে বর্তমানে একটা ভালো চাকরি পাওয়া মোটেই মুখের কথা নয়। এরপর সেই চাকরি টিকিয়ে রাখাও একটা বড়সড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনিও কি একটা ভালো চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। বিশেষ করে শিক্ষকতার চাকরি করার জন্য যদি মুখিয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। জানা গিয়েছে, রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে দেরি না করে জেনে নিন কোন স্কুলে চাকরি, কী কী যোগ্যতা লাগবে, বেতনই বা কত।
চাকরির খুঁটিনাটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং মহিলা ও পুরুষ উভয়েই আবেদন জানাতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট
আপনিও যদি রাজ্যের একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার হিসেবে যোগ দিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে https://paschimbardhaman.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
পদের নাম
বর্ধমান জেলার Eklavya Model Residential School -এ গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হবে। আর এই নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে। ইতিহাস, সাঁওতালি ও রসায়ন বিষয়ের জন্য গেস্ট টিচার নিয়োগ করা হবে।
পদের সংখ্যা
ইতিহাস, সাঁওতালি ও রসায়ন বিষয়ের জন্য ৩ জন গেস্ট টিচার নিয়োগ করা হবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ১ জন করে নিয়োগ করা হবে।
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লেখিত পদে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে আপনি মাস গেলে ১২,০০০ টাকা করে বেতন পেয়ে যাবেন।
যোগ্যতা
শিক্ষকতার চাকরি করা কিন্তু মুখের কথা নয়। ফলে আপনিও যদি ইতিহাস, সাঁওতালি ও রসায়ন বিষয়ের জন্য গেস্ট টিচার পদে নিয়োগ পেতে চান তাহলে আপনার কী কী যোগ্যতা লাগবে তা জেনে নিন ঝটপট।
শিক্ষাগত যোগ্যতা
প্রথমেই আসা যাক শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে।
গেস্ট টিচার, রসায়ন
আবেদনকারীকে রসায়নবিদ্যায় B.Sc. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে B.Ed পাস করা থাকতে হবে।
গেস্ট টিচার, সাঁওতালি
প্রার্থীকে অবশ্যই সাঁওতালি ভাষায় B.A. অনার্স পাস করা থাকবে হবে। সেইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে B.Ed ডিগ্রিধারী হতে হবে।
গেস্ট টিচার, ইতিহাস
বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীকে ইতিহাসে B.A. অনার্স পাস করা থাকতে হবে। সেইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে B.Ed পাস করা থাকতে হবে।
বয়সসীমা
এখন নিশ্চয়ই ভাবছেন যে উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে বয়সীমা কত লাগবে? উল্লেখ করা প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। অবশ্যই মনে রাখতে হবে, বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসাবে হতে হবে।
প্রয়োজনীয় তথ্য
১) জন্মের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৪) আধার কার্ড/ ভোটার কার্ড।
৫) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট।
৬) জাতিগত শংসাপত্র।
প্রতিটি ডকুমেন্টস -এর জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
বাছাই প্রক্রিয়া
এবার আসা যাক বাছাই প্রক্রিয়া প্রসঙ্গে। নিয়োগ করা হবে Academic Qualification ও ইন্টারভিউ এর মাধ্যমে।
কীভাবে আবেদন করবেন
এখন আপনার মাথাতেই নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কিভাবে আবেদন করবেন? তাহলে জানিয়ে রাখি, আবেদনকারীকে https://paschimbardhaman.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর নির্ভুলভাবে সেটি পূরণ করে Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor / 2nd Floor, SDO Office Building, Asansol, PIN- 713304 ; এই ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগের স্থান হল পশ্চিম বর্ধমান জেলার Eklavya Model Residential School -এ। (স্কুলের ঠিকানা- রঘুনাথপুর, পোঃ বোনকাটি, থানা- কাঁকসা, জেলা- পশ্চিম বর্ধমান)।
গুরুত্বপূর্ণ তারিখ – ৫ নভেম্বর, ২০২৪ বিকাল ৪ টার মধ্যে উল্লেখিত ঠিকানায় নিজের আবেদনপত্র পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক – https://paschimbardhaman.gov.in/