WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি ৮৪৭৭ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সেপ্টেম্বরে অনলাইনে আবেদন

Published:

WBSSC Group C And D Recruitment 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন লোয়ার ডিভিশন ক্লার্ক, সহকারী শিক্ষক, স্টেনোগ্রাফার, নাইট গার্ড, পিয়নের মতো 8477টি শূন্যপদে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের (WBSSC Group C And D Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে একেবারে সুবর্ণ সুযোগ, যেখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে।

তবে কোন কোন পদ থাকছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে মূলত গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মোট 8477টি শূন্যপদ থাকবে। তবে এর মধ্যে গ্রুপ সি ক্লার্ক পদে 2989টি এবং গ্রুপ ডি পদে 5488টি শূন্যপদ থাকবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যদিও সম্প্রতি একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, বিস্তারিত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যাবে। তবুও গ্রুপ সি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রুপ ডি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণী পাস করলেই হবে।

বয়স সীমা কত দরকার?

যেমনটা অনুমান করা হচ্ছে, এখানে সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

তবে বেতন কাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

গ্রুপ সি ও গ্রুপ ডি স্টাফ সহ যে সকল অশিক্ষক পদের জন্য এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন সরাসরি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া অবধি অপেক্ষা করতে হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরু হওয়ার পর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রার্থীদের নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

আরও পড়ুনঃ ৮২ মিনিট ধরে লাল হয়ে থাকবে চাঁদ! কবে, কোথায় দেখা যাবে এই ব্লাড মুন?

গুরুত্বপূর্ণ তারিখ

শর্ট নোটিফিকেশনে যেমনটা জানানো হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5:00 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 অক্টোবর, 2025 বিকেল 5:00 পর্যন্ত। তাই চাকরিপ্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নিতে হবে।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join