সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি দারুণ খবর সামনে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC) ২০২৫ সালের জন্য বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং সংস্থার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং সংস্থায় অফিসিয়াল গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন সহ মিলবে প্রচুর সুবিধা।
আগ্রহী প্রার্থীরা ৬ই মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকেই এই পদে আবেদন করা যাবে। কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, আবেদন করবেন কীভাবে, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | WEBCSC Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। যেমন ঝাড়গ্রাম কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে এবং এখানে ১টি শূন্যপদ রয়েছে। আবার উত্তর ২৪ পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-II B) পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এখানেও ১টি শূন্যপদ রয়েছে।
একইভাবে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে স্কেল-১ অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ করেছে। এখানে ২টি শূন্যপদ রয়েছে। এরকম বিভিন্ন জেলার জন্য বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে এবং প্রত্যেকটি পদে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
আগেই বলা হয়েছে এখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন পদে নিয়োগ করছে। তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে হলে অ্যাকাউন্টেন্সিতে B.Com ডিগ্রি অর্জন করতে হবে। সঙ্গে ১ বছরের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স থাকতে হবে। আবার অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করার জন্য B.Com ডিগ্রী অর্জন করতে হবে এবং ট্যালি ও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। একইভাবে ডেপুটি ম্যানেজারের পদে আবেদন করতে হলে MBA/MCA ডিগ্রী অর্জন করতে হবে। সঙ্গে মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা লাগবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদগুলিতে আবেদন করার জন্য নূন্যতম বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪০ বছর। বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী। আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। যেমন আপনি SC/ST হলে ৫ বছর এবং OBC হলে ৩ বছরের ছাড় পাবেন।
বেতন কাঠামো
যেহেতু বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৫৩,৫৩৫/- টাকা বেতন দেওয়া হবে। অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫,৯৩০/- টাকা বেতন দেওয়া হবে। গ্রুপ-বি অফিসার পদে চাকরি পেলে প্রতি মাসে ৪২,১৯৩/- টাকা বেতন দেওয়া হবে। ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৫৯,৭২৭/- টাকা বেতন দেওয়া হবে। এরকম প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদগুলিতে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, যে পরীক্ষাটি হবে ১০০ নম্বরের মধ্যে এবং এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন করবেন কীভাবে?
এখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এবার নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলি পূরণ করুন।
- এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
- এবার আবেদন ফি প্রদান করুন।
- সবশেষে আবেদনপত্র জমা দিন।
আবেদন ফি কত লাগবে?
সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য এখানে ৬৫০/- টাকা আবেদন ফি দিতে হবে এবং আপনি যদি তপশিলি জাতি (SC) বা তপশিলি উপজাতি (ST) শ্রেণীর প্রার্থী হন তাহলে ২৫০/- টাকা আবেদন ফি দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে আবেদন শুরু হয়েছে ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে। আবেদন চলবে ৬ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |