সৌভিক মুখার্জী, কলকাতাঃ একটি চাকরি (Job) পাওয়ার ইচ্ছা কার না থাকে? তাও যদি সেটি আবার সরকারি চাকরি হয়! কিন্তু বর্তমানে চাকরির বাজারের যা পরিস্থিতি, সেখানে একটি চাকরি জোগাড় করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ একটি সুখবর সামনে আসলো। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগের কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
এই পদগুলিতে খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং এখানে চাকরি পেলে মোটা অংকের বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই এই পথগুলিতে আবেদন করা যাবে। চলুন আজকের এই প্রতিবেদনে একটি চাকরি সম্পর্কে বিস্তারিত বিবরণ যেমন- যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
কলকাতা সিটি সিভিল কোর্ট নিয়োগ
এরপর কলকাতা সিটি সিভিল কোর্টে গ্রুপ-সি, গ্রুপ-ডি, ক্লার্ক এবং ডাটা অপারেটর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলিতে অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন, সব প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এই পদ্গুলিতে আবেদন করার শেষ তারিখ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫।
কো-অপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ
এরপর পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার ইত্যাদি পদে নিয়োগের কথা বলা রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে। এই পদ্গুলিতে চাকরি পেলে রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে পোস্টিং দেওয়া হবে। এই পদে আবেদন করার শেষ তারিখ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ এবং ১১ই মার্চ, ২০২৫।
আরও পড়ুনঃ রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, অজস্র পদে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সাইন্স ইউনিভার্সিটিতে নিয়োগ
প্রথমেই পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সাইন্স ইউনিভার্সিটির তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি। এই বিজ্ঞপ্তিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে স্টাফ নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে LLM ডিগ্রী অর্জন করতে হবে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও পড়ুনঃ ভারতীয় পোস্টে ২১,৪১৩ শূন্যপদে ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাশে অনলাইনে আবেদন চলছে
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক কোড অফিস নিয়োগ
এরপর যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক কোড অফিসের তরফ থেকে। এখানে গ্রুপ-সি, গ্রুপ-ডি, স্টেনোগ্রাফার পদে নিয়োগ হচ্ছে। অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সে মাধ্যমিক পাশ হোক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ কিংবা গ্রাজুয়েশন, যেকোন প্রার্থী আবেদন জানাতে পারবে। চাকরি পেলে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতেই পোস্টিং-এর ব্যবস্থা রয়েছে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার শেষ তারিখ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫।
দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট নিয়োগ
এরপর দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন পদে যেমন- স্টোরকিপার, কাউন্সিলার, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। এই পদে চাকরি পেলে দক্ষিণ দিনাজপুরের জেলা চাইল প্রোটেকশন ডিপার্টমেন্টে পোস্টিং হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার শেষ তারিখ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |