পার্থ সারথি মান্না, কলকাতাঃ অনেকেই ছোট থেকে পুলিশে (Police) চাকরি করার স্বপ্ন দেখেন। এমনকি অনেকেই পুলিশের চাকরির জন্য পড়াশোনাও করেন। সম্প্রতি চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কিভাবে আবেদন করতে হবে? কারা আবেদন করতে পারবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পশ্চিমবঙ্গ পুলিশে কর্মী নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়ার লিগ্যাল কনসালট্যান্ট নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে। জানা যাচ্ছে, চুক্তির ভিত্তিতেই নিয়োগ করা হবে। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
শূন্যপদ ও বেতন
বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি বেতন হিসাবে কত টাকা দেওয়া হেব সেটাও উল্লেখ করা হয়নি। এছাড়া নিয়োগের পর কি কি দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত জানানো রয়েছে বিজ্ঞপ্তিতেই।
আবেদনের জন্য যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক হতে হবে। এছাড়া আইজীবী হিসাবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬৪ এর মধ্যে থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন?
যারা আবেদন করতে চান তাদের তাদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। বা চাইলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে মেল করেও আবেদন করা যেতে পারে।
নিয়োগ পদ্ধতি
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের আলাদা করে কোনো পরীক্ষা দিতে হবে না। তবে ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। ঠিকানা ও মেল আইডির জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
বিজ্ঞপ্তির লিঙ্ক : Official Recruitment Notice