বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারের এক যোজনার (PM Kaushal Vikas Yojana) আওতায় প্রশিক্ষণের পাশাপাশি পাওয়া যায় মোটা টাকার বৃত্তিও! হ্যাঁ, ভারতের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় ভারতের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান খুঁজে দেওয়ার লক্ষ্যে একেবারে কোমর বেঁধে নেমেছে সরকার। যোগ্য ছেলে-মেয়েদের প্রশিক্ষণের পাশাপাশি মাসিক বৃত্তির মাধ্যমে বেকারত্ব কমাতে সুন্দর ভবিষ্যত তৈরির নতুন দিগন্ত খুলে দিয়েছে দিল্লি। চলুন জেনে নিই প্রকল্পটির খুঁটিনাটি।
2015 থেকে পথ চলা শুরু
দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের খোঁজ দিতে 2015 সালে পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে চাকরিপ্রার্থীদের প্রায় 40টি সরকারি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে প্রশিক্ষণের মেয়াদ শেষে প্রদান করা হয় সার্টিফিকেটও।
প্রশিক্ষণ চলাকালীন পাওয়া যাবে বেতন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ চলাকালীন যোগ্য যুবক-যুবতীদের প্রতিমাসে বৃত্তি বাবদ 8 হাজার টাকা প্রদান করে কেন্দ্র। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের 1.6 কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় পছন্দের চাকরি বেছে নিয়েছেন।
আসছে পিএম কৌশল বিকাশ যোজনা 4.O
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম লক্ষ্য, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.O চালু করা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁর হাত ধরেই পথ চলা শুরু হবে 4.O যোজনার। বলা বাহুল্য, এই প্রকল্পের সুবিধা পেতে চাইলে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অবশ্যই পড়ুন: KKR-র লড়াইয়ে খুশি নন শাহরুখ? নীরবতা ভাঙলেন বলিউড বাদশাহ
কীভাবে ও কারা রেজিস্ট্রেশন করবেন?
প্রথমেই জানিয়ে রাখি, ভারত সরকারের পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় এই প্রশিক্ষণ কর্মযজ্ঞে শামিল হতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে 15 বছর থেকে 45 বছর ও 18 বছর থেকে 59 বছরের মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেল, এই প্রকল্পের আওতায় মূলত 3 ধরনের কোর্স রয়েছে, স্বল্পমেয়াদী, বিশেষ প্রকল্প ও প্রায়র লার্নিং। স্বল্পমেয়াদী ও বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে 15 থেকে 45 বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তবে প্রায়র লার্নিংয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এই প্রকল্পে প্রশিক্ষণ নিতে চাইলে, www.skillindiadigital.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |