সৌভিক মুখার্জী, কলকাতা: তরুণ যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। যারা প্রফেশনাল বা কলেজে পড়ুয়া এবং কর্পোরেট জগতে পা রাখতে চাইছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা Zomato নিয়ে এসেছে ডেটা অ্যান্ড অপারেশন ইন্টার্নশিপ ট্রেনিং (Zomato Internship 2025)। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করানো হবে এবং প্রতি মাসে দেওয়া হবে মোটা অংকের স্টাইপেন্ড।
কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় ট্রেনিংটি হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Zomato সম্পর্কে | Zomato Internship 2025 |
কমবেশি আমরা সকলেই জানি, Zomato শুধুমাত্র ফুড ডেলিভারি অ্যাপ নয়, বরং এটি একটি বিরাট প্ল্যাটফর্ম, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করে। আর ঘরে বসেই হোক বা রেস্তোরায় খেতে যাওয়া, Zomato আপনাকে সেরার সেরা খাবার বাছাই করে দেয়। আর এই প্ল্যাটফর্মের তরফ থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীদের ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ নিতে উপলব্ধ থাকতে হবে। পাশাপাশি 7 জুন থেকে 11 জুনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। এর পাশাপাশি ২ মাসের জন্য উপলব্ধ থাকতে হবে এবং ডেটা হ্যান্ডেলিং ও Excel-এর বেসিক দক্ষতা থাকতে হবে।
কী কী দায়িত্ব পালন করতে হবে?
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন, তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- বড় বড় ডেটা সেট সামলাতে হবে এবং বিশ্লেষণ করতে হবে।
- ডেটা যাচাই করতে হবে এবং ভুল ধরার চেষ্টা করতে হবে।
- ফিল্ড টিমের সঙ্গে সমন্বয়ে রেখে তথ্য বিশ্লেষণ করতে হবে।
- Excel-এর মত সফটওয়্যারে রেকর্ড সংরক্ষণ করতে হবে।
- রিপোর্টিং এবং ওয়ার্ক-ফ্লো উন্নত করতে সহায়তা করতে হবে
- দ্রুত কাজ শুরু করার মানসিকতা থাকতে হবে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ
যে সকল প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাওতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ২ মাসের জন্য হবে। অর্থাৎ দুই মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা
এখানে যারা ট্রেনিং নেবে তাদেরকে প্রতি মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে Zomato-র তরফ থেকে। এর পাশাপাশি ট্রেনিং শেষ হলে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন কীভাবে করবেন?
যারা Zomato-র ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ই প্রয়োজনীয় তথ্য ইনপুট করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ সোনার দরে ফের আগুন, পকেটে চাপ ফেলছে রুপোও! দেখুন আজকের রেট
তবে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ 7 জুন, 2025। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আবেদন করুন- Apply Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |