সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ১ টাকা ও ২ টাকার কয়েন (Indian Coins) নিয়ে কড়া নিয়ম। তাও আবার জারি করেছে রাজ্য প্রশাসন। সম্প্রতি দেখা গেছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই কয়েনগুলি নিতে বা এগুলি দিয়ে লেনদেন করতে চাইছে না। যার ফলে সাধারণ গ্রাহকরা অসুবিধায় পড়ছেন। আর এই সমস্যার সমাধান করতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশিকা জারি করেছে।
ব্যবসায়ীদের জন্য কড়া নির্দেশ
ঘটনাটি ছত্রিশগড়ের বলরামপুর জেলার। সম্প্রতি সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপ-বিভাগীয় আধিকারিকদের (SDO) নির্দেশ দেওয়া হয়েছে যে, লেনদেন করার জন্য ১ টাকা এবং ২ টাকার কয়েন নেওয়া বাধ্যতামূলক। আর সেইসঙ্গে ব্যবসায়ীদের কাছে এই বার্তা পৌঁছে দিতেও বলা হয়েছে। এমনকি মাইকিং এর মাধ্যমে এই বার্তা দিয়ে জনসাধারণকে সচেতন করতে বলা হয়েছে।
নিয়ম না মানলে কী হবে?
সূত্র বলছে, যদি এই নির্দেশ অমান্য করা হয় তাহলে ব্যবসায়ী বা সাধারণ মানুষ আইনি সমস্যার ফাঁদে ফাঁসতে পারেন। এমনকি প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। অর্থাৎ, কেউ যদি এবার ১ টাকা বা ২ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।
এই সমস্যার কারণ কী?
সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ভুল ধারণা পোষণ করছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন নাকি বাজারে বৈধ নয়। এমন কিছু গুজবও ছড়িয়েছে যে, এই কয়েনগুলি নাকি বাতিল হয়ে গেছে। ফলে দোকানদারেরা ভয়তে আর এই কয়েন নিতে চাইছে না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা সমস্যায় পড়ছেন।
প্রশাসনের জরুরী বার্তা
এই ঘটনা সামনে আসার পরেই প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন আগের মতই বৈধ এবং লেনদেন করতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, কয়েনগুলি সম্পূর্ণ বৈধ এবং এগুলি নিতে কেউ অস্বীকার করতে পারবেনা।
আরও পড়ুনঃ দিনমজুরের পর এবার কোটি টাকার GST নোটিস পেল ডিম ও জুস বিক্রেতা!
বলরামপুর জেলার এই নয়া নির্দেশিকা সাধারণ মানুষের সাম্প্রতিক সমস্যা দূর করল বলেই মনে করা যাচ্ছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এখন যদি কেউ এই নিয়ম ভাঙ্গে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে সাধারণ মানুষের লেনদেন এবার থেকে আরো স্বচ্ছ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |