বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যক্তিগত পরিচয় পত্র হিসেবে ভারতীয় নাগরিকদের প্রায় প্রত্যেকের কাছেই আধার কার্ড (Aadhar Card) রয়েছে। আর সেই গুরুত্বপূর্ণ নথিটিতে রয়েছে 12 অঙ্কের একটি নম্বরও। যা সাধারণত আধার নম্বর হিসেবে পরিচিত। মজার বিষয় হলো, এবার থেকে আধার কার্ডসহ নম্বরটি দেখালেই পাওয়া যাবে নগদ 10 হাজার টাকা। হ্যাঁ, খানিকটা অবাক লাগলেও পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ হিসেবে যেকোনও গ্রাহক এই নির্দিষ্ট মূল্য পেতে পারেন। কীভাবে? সবটা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই পাওয়া যাবে লোন!
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম বলছে, আধার কার্ড রয়েছে এমন সকল ভারতীয় নাগরিক সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানসহ ফিনটেক সংস্থা থেকে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে ব্যক্তিগত ঋণ পেতে পারেন। এক্ষেত্রে প্রাথমিক নথি হিসেবে আধার কার্ড ছাড়া আর কোনও ডকুমেন্ট জমা করতে হবে না।
সাধারণত, সরকারি বা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার সময় যাবতীয় পরিচয় পত্র, মাসিক/বার্ষিক আয়ের হিসাব, ঠিকানা, জমির দলিলসহ যাবতীয় প্রমাণপত্র জমা করতে হয়। তবে এক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় পত্র হিসেবে শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই আর্থিক প্রয়োজন মেটাতে পারবেন যেকোনও আধার কার্ড হোল্ডার।
করা পাবেন এই লোন?
RBI-এর সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী, শুধুমাত্র আধার কার্ড জমা রেখে দ্রুত লোন নেওয়ার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও স্বনির্ভর-স্বনিযুক্ত পেশায় যুক্ত ব্যক্তিরা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। সূত্র বলছে, যাদের সিভিল স্কোর খুবই নগণ্য তারাও সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক থেকে এই লোন পাবেন।
আরও পড়ুনঃ এবার অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে ৫ লক্ষ, বড় ঘোষণা রাজ্য সরকারের
কেন্দ্রীয় ব্যাঙ্কটির নিয়ম অনুযায়ী, 21 বছর থেকে 60 বছর বয়সী যে কোনও আধার হোল্ডার এই ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে সীমিত কিছু শর্ত বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঋণ পেতে হলে আবেদনকারীর ন্যূনতম মাসিক আয় হতে হবে 15,000 টাকা। বলা বাহুল্য, অল্প ক্রেডিটের গ্রাহকরা এই লোন পাবেন, তবে ক্রেডিট স্কোর ভাল থাকলে লোন পাওয়ার সম্ভাবনা বেশি।
কীভাবে আবেদন করবেন?
মূলত আধার কার্ড দেখিয়ে ব্যক্তিগত লোন পেতে হলে দুটি উপায় অবলম্বন করে আবেদন করা যায়। প্রথমটি হলো, ঋণদাতা সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক কিংবা ফিনটেক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে Login প্রক্রিয়া সম্পূর্ণ করার পর নথি হিসেবে আধার কার্ড ও নিজের যাবতীয় তথ্য দিয়ে এই লোনের জন্য আবেদন করবেন।
আরও পড়ুনঃ পেনশন মিলবে ১ লক্ষ! সরকারের NPS স্কিমে সামান্য বিনিয়োগেই অবসর জীবন হবে সুখকর
দ্বিতীয় পন্থাটি একেবারে সহজ। এর জন্য সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাঙ্ক অথবা সংস্থার অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে আধার কার্ডের জেরক্স কপি সহ জমা ফর্ম করলেই কাজ হয়ে যাবে।