সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যে হারে খরচ বাড়ছে, তাতে ভবিষ্যতের সঞ্চয়ের কথা মাথায় রেখে অনেকেই বিনিয়োগের (Investment) দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় বিনিয়োগ করলে মিলবে মোটা অঙ্কের লাভ? ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার তো এখন অনেকটাই কম। আরও দিনের পর দিন সুদের হার কমিয়ে দিচ্ছে ব্যাঙ্কগুলি। আবার সোনা বলুন বা জমি, এসবে বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে প্রচুর জটিলতা। আর এই অবস্থায় বিশেষজ্ঞদের নজর পড়েছে মিউচুয়াল ফান্ডের এসআইপি এর দিকে।
এসআইপি কী?
এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন একটি পদ্ধতি, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারবেন। আর এই টাকা ধীরে ধীরে মোটা অঙ্কের ফান্ডে পরিণত হবে এবং এককালীন ফেরত পাবেন। সবথেকে বড় ব্যাপার এখানে ব্যাঙ্কের তুলনায় মোটা অঙ্কের সুদ দেওয়া হয়। তাই রিটার্নও আসে মোটা অঙ্কের।
13% সুদের হারে কত লাভ হবে?
বর্তমানে এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগে গড়ে 12% থেকে 13% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। যদিও এখানকার রিটার্ন সম্পূর্ণভাবে বাজারে গতিবিধির উপরে নির্ভর করে। বাজার যখন যেমন চলবে তখন তেমন রিটার্ন আসবে।
এবার যদি আপনি মাসে 5000 টাকা করে 25 বছর বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে 15 লক্ষ টাকা। আর এই টাকা 13 শতাংশ সুদের হারে বেড়ে দাঁড়াতে পারে 99.82 লক্ষতে। মানে আপনার লাভ হবে 84.82 লক্ষ টাকা। এবার যদি আপনি মাসে 9000 টাকা করে বিনিয়োগ করতে পারেন, তাহলে 25 বছরে আপনি পেতে পারেন প্রায় 1.80 কোটি টাকা।
আরও পড়ুনঃ এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে? দেখুন রুট ম্যাপ
তবে অবশ্যই মিউচুয়াল ফান্ড মার্কেটভিত্তিক ইনভেস্টমেন্ট। অর্থাৎ, এখানে ঝুঁকি থাকে। কখনো কখনো মার্কেট পড়েও যেতে পারে। আবার দীর্ঘমেয়াদে ভালো ফান্ডে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্নও আসতে পারে। বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন, মিউচুয়াল ফান্ডের এসআইপি এমন এক ধরনের বিনিয়োগের রাস্তা, যেখানে ধৈর্য আর শৃঙ্খলা রাখলেই সাফল্য আসবে।
তবে আবারো বলে রাখা ভালো, কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই সেই ফান্ড সম্পর্কে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। ফান্ডটি কেমন পারফর্ম করছে, কেমন রিটার্ন দিচ্ছে, তার রেটিং কেমন এবং কতজন এই ফান্ডে বিনিয়োগ করেছে, এই বিষয়গুলি দেখা প্রয়োজন। অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |