অপেক্ষার অবসান! অবশেষে অ্যাকাউন্টে ঢুকবে ১৮ মাসের বকেয়া DA, মিলল বড় আপডেট

Published on:

dearness allowance

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রতি বছরের ন্যায় চলতি বছরেও দু’বার অর্থাৎ জানুয়ারি ও মার্চে সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) এবং পেনশন এর পরিমাণ বাড়ানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁদের DA বৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। ফলে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু পরে আবার ১ জুলাই থেকেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য DA এর পরিমাণ বাড়ানো হয়েছে ৩ শতাংশ। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৫৩ শতাংশ। সঙ্গে DR দেওয়া হচ্ছে ৫৩ শতাংশে। আর এই আবহে ফের আলোচনার শিখরে উঠে এল ১৮ মাসের বকেয়া ভাতার পরিমাণ।

২০২০-র জানুয়ারি থেকে ২০২১-র জুন পর্যন্ত মোট ১৮ মাস মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র। ওই সময় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক। বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে কর্মীদের। কিন্তু তাতে কোনো লাভ হল না। আজ ২০২৪ এর শেষ পর্যায়ে এসে গেলেও সেই বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি।

১৮ মাসের বকেয়া এরিয়ার নিয়ে একাধিক চিঠি

এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। সেই চিঠিতে বলা হয়েছিল যে সরকার যেন বকেয়া DA ও DR এর ১৮ মাসের এরিয়ার শীঘ্রই মিটিয়ে দেয়। তখন নাকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে আলোচনা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। তবে সেবারই প্রথম নয়। গত কয়েক মাস ধরেই বকেয়া ডিএ ও ডিআর মেটানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়ে আসছে একাধিক কর্মচারী সংগঠন। যার মধ্যে অন্যতম হল ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। তবে সম্প্রতি বকেয়া টাকা পাওয়া নিয়ে সামান্য আশার আলো দেখছে কর্মীদের একাংশ।

বিভিন্ন সংগঠন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কেন্দ্রীয় সরকার বকেয়া বেতন নিয়ে বড় ঘোষণা করতে পারে বলে মনে করছেন কর্মচারী সমিতির কর্মকর্তারা। যার ফলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে লক্ষেরও বেশি সরকারী কর্মীদের। তবে এ বিষয়ে সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥