পার্থ সারথি মান্না, কলকাতাঃ টাকা পয়সা হোক বা সোনা দানা নিরাপদে রাখার জন্য অনেকেই ব্যাঙ্ক’কে বেছে নেন। সরকারি হোক বা বেসরকারি সমস্ত ব্যাঙ্কের তরফ থেকেই লকার ফেসিলিটি অফার করা হয়, যেখানে মূল্যবান জিনিসপত্র রাখা যায়। এছাড়া অনেকেই ব্যাঙ্ক থেকে গোল্ড লোন নেন, সেই সোনাও ব্যাঙ্কের কাছেই গচ্ছিত থেকে। তবে, ব্যাঙ্কও সম্পূর্ণভাবে নিরাপদ নয়! হ্যাঁ ঠিকই শুনছেন, জানা যাচ্ছে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) থেকেই উধাও হয়ে গিয়েছে প্রায় ১৯ কেজি সোনা।
ব্যাঙ্ক থেকেই চুরি ১৩ কোটি টাকার সোনা
জানা গিয়েছে, রাইপার্তি, ওয়ারাঙ্গাল, তেলেঙ্গানাতে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারর শাখাতে দুঃসাহসী ডাকাতি হয়েছে। আর তাতেই চুরি করা হয়েছে ১৯ কেজি সোনা। যার বর্তমান বাজার দর আনুমানিক ১৩ কোটি টাকা। খবর প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই পরে গিয়েছে স্থানীয় এলাকায়। ইতিমধ্যেই ডাকাতির তদন্ত শুরু হয়েছে।
কিভাবে হল দুঃসাহসী চুরি?
ঘটনাস্থলে তদন্তকারী ওয়ারধানপেটার ইন্সপেক্টর কে শ্রীনিবাস রাও জানাচ্ছেন, চোরেরা পিছনের দরজা ও জানলা কেটে ভেতরে ঢুকেছিল। দরজা ও জানলা কাটার জন্য গ্যাস কাটারের ব্যবহার করা হয়েছিল। এরপর গ্রিল ও লকারের দরজা ভাঙা হয়। পরবর্তীকালে সকালে ব্যাঙ্ক কর্মীরা কাজে এলে সবটা দেখে পুলিশে খবর দেন।
চুরির ঘটনা সামনে আসার পর অডিটর এসে নিশ্চিত করেন মোট ১৩ কোটি টাকার সোনার গহনা চুরি গিয়েছে। পুলিশের তরফ থেকে কেস রেজিস্টার করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে। বিশেষ একটি টিম গঠন করা হয়েছে এই চুরির জন্য। তবে চুরির খবর প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কে ব্যাপক পরিমাণে গ্রাহকেরা ভিড় জমিয়েছিলেন।