নিম্ন আয় এবং মধ্যবিত্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত দুই স্কিম নিয়ে এল LIC

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন মানে ভরসার এক ভিন্ন নাম। ভারতজুড়ে বেসরকারি বিমা সংস্থাগুলির রমরমার মাঝেও একইভাবে গ্রাহকদের ভরসা ধরে রেখেছে সরকারি বিমা সংস্থা LIC। বছরের বিভিন্ন সময়ে নতুন নতুন গ্রাহক বাঁচানো স্কিম নিয়ে হাজির হয় এই সংস্থাটি। এবারেও সেই নিয়মের অন্যথা হল না। জানা যাচ্ছে, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে দুটি আকর্ষণীয় স্কিম (LIC New Schemes) নিয়ে হাজির হয়েছে সরকারি বিমা সংস্থা LIC। রইল বিস্তারিত।

LIC-র দুই নতুন স্কিম

মূলত ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় গ্রাহকদের অন্যতম পছন্দের জায়গা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। এবার সেই সংস্থাই তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। জানা যাচ্ছে, এই সংস্থা জন সুরক্ষা এবং LIC বিমা লক্ষ্মী ও জন সুরক্ষা স্কিম নামের দুই স্কিম চালু করেছে। বলা বাহুল্য, এই একজোড়া স্কিম গ্রাহকদের একাধিক চাহিদা পূরণের কথা ভেবে তৈরি। তাতে বিশেষত উপকৃত হবেন নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন।

LIC জন সুরক্ষা স্কিম

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন মূলত সীমিত আয়ের গ্রাহকদের কথা ভেবে জন সুরক্ষা স্কিমটি চালু করেছে। মূলত অল্প খরচের এই স্কিমে ইচ্ছে মতো অর্থ জমিয়ে মেয়াদ শেষে বড় তহবিল গড়ে তুলতে পারবেন বিনিয়োগকারী। যদিও এই পরিকল্পনাটি বাজারের সঙ্গে যুক্ত নয়। এক কথায়, এটি গ্রাহকদের তহবিল বাজার বা শেয়ার বাজারের উঠানামা থেকে রক্ষা করে। এছাড়াও স্বল্প প্রিমিয়ামের কারণে নিম্ন আয়ের গোষ্ঠীর মানুষজনের জন্য এটি একটি দুর্দান্ত পরিকল্পনা।

LIC বিমা লক্ষ্মী

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন তাদের নতুন স্কিম বিমা লক্ষ্মী স্কিমটি মূলত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আয়ের কথা ভেবে তৈরি করেছে। এটি একটি জীবন বীমা এবং সঞ্চয় প্রকল্প। প্রথম প্রকল্পটির মতোই এই স্কিমটিও শেয়ার বাজারের সাথে যুক্ত নয়। বলা বাহুল্য, মোটামুটি অল্প প্রিমিয়াম জমা দিয়েই বিনিয়োগকারীরা লাইফ কভার এবং মেয়াদপূর্তির পর মোটা রিটার্ন পাবেন।

অবশ্যই পড়ুন: KKR এর নতুন অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল! দাবি রিপোর্টে

কবে থেকে চালু হচ্ছে স্কিমগুলি?

দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC সাধারণ জনগণের সুবিধার কথা ভেবে যে দুটি নতুন স্কিম চালু করেছে সেগুলি গত 15 অক্টোবর অর্থাৎ বুধবার থেকেই পাওয়া যাচ্ছে। এই দুই বিমা স্কিমই গ্রাহক বাঁচানো স্কিম। অর্থাৎ নিম্ব আয় এবং মধ্যবিত্ত মানুষের পকেটের কথা চিন্তা করেই আকর্ষণীয় দুই স্কিম বাজারে এনেছে LIC। এ সম্পর্কিত আরও তথ্য জানতে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের ওয়েবসাইট অথবা LIC-র কোনও শাখায় যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join