প্রীতি পোদ্দার, কলকাতা: করদাতাদের জন্য রয়েছে দারুণ সুখবর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা সিবিডিটি গতকাল অর্থাৎ মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আইটিআর (Income Tax Return) দাখিলের নির্ধারিত তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে নতুন আয়কর জমার নতুন সময়সীমা বেঁধে দিল সরকার। আর এই সময়সীমা বৃদ্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সাধারণ নাগরিক।
কর জমার সময়সীমা বৃদ্ধি
সম্প্রতি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতির মাধ্যমে স্পষ্ট জানিয়েছে যে, আয়কর রিটার্নন বা ITR পদ্ধতিতে একাধিক পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে এবং ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ITR ইউটিলিটিগুলির সিস্টেম প্রস্তুতি এবং রোলআউটের জন্য প্রয়োজনীয় সময় বিবেচনা করে, রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়ানো হয়েছে। যেখানে আগে নতুন আয়কর জমার শেষ সময়সীমা আগামী ৩১ জুলাই করা হয়েছিল, সেটি এখন আরও বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
সময়সীমা বৃদ্ধির কারণ কী?
এছাড়াও দফতরের তরফে স্পষ্ট বলা হয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ এর জন্য বিজ্ঞাপিত ITR গুলির সম্মতি আরও সহজতর, স্বচ্ছতা বৃদ্ধি এবং সঠিক প্রতিবেদন সক্ষম করার লক্ষ্যে কাঠামোগত এবং বিষয়বস্তু সংশোধন করা হয়েছে। আর এই পরিবর্তনগুলি সিস্টেমের বিকাশ, ইন্টিগ্রেশন এবং সংশ্লিষ্ট ইউটিলিটিগুলির পরীক্ষার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন তাই শেষ পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই মাসের শুরুতে, সিবিডিটি মূল পরিবর্তনগুলি সহ এওয়াই ২০২৫-২৬ এর জন্য নতুন আইটিআর ফর্ম ৫ চালু করেছিল। সেখানে আয়কর আইনের ৪৪ বিবিসির একটি নির্দিষ্ট সেকশনও উল্লেখ করা রয়েছে।
আরও পড়ুন: শুধু শিয়ালদা, হাওড়াই নয়! কোনও স্টেশনেই করা যাবে না ভিডিও ছবি! নয়া নির্দেশিকা পূর্ব রেলের
আশা করা যাচ্ছে আয়কর জমার সময়সীমা বৃদ্ধি করতে সিবিডিটি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করদাতাদের উদ্বেগগুলি অনেকটাই কমতে চলেছে। পাশাপাশি রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও নির্ভুল হতে চলেছে। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যায় সময়সীমা কাছাকাছি আসার পরেই অনেকেই আয়কর রিটার্ন দাখিল করা শুরু করেন। তখনই তারা ভুল করায় আবার রিটার্ন দাখিল করতে হয়।
এদিকে ভুল ফর্ম জমা দেওয়ার কারণে মোটা টাকার জরিমানাও দিতে হয়। তাই সেক্ষেত্রে ভুল ITR ফর্ম নির্বাচন করার মত সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আয়কর বিভাগ বিভিন্ন করদাতাদের জন্য ৭টি ভিন্ন শ্রেণির ফর্ম জারি করে। সেক্ষেত্রে যদি সঠিক ফর্ম পূরণ না হয় তাহলে আপনার রিটার্ন অবৈধ বলে বিবেচিত হবে। তাই সাবধানে স্বাচ্ছন্দ্যে সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন। সময়সীমার জন্য অপেক্ষা করবেন না।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |