সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যে হারে বাজারের ওঠানামা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ছে সাধারণ মানুষ, তাতে সবার মাথায় চিন্তা কাজ করছে যে, কোথায় বিনিয়োগ (Investment) করলে ভবিষ্যতকে সুরক্ষিত রাখা যায়! স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যাবেন? কিন্তু সেখানে তো থাকবে ঝুঁকি। তবে এই অবস্থায় সরকার পরিচালিত নিরাপদ স্কিমের দিকে নজর রাখছে সকলে। হ্যাঁ, এই প্রসঙ্গে উঠে আসছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-র নাম।
চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দেবো, কীভাবে মাত্র 1 লক্ষ টাকা করে প্রতিবছর বিনিয়োগ করে আপনি 15 বছরে 27 লক্ষ টাকার বেশি রিটায়ারমেন্ট ফান্ড গড়ে তুলতে পারবেন।
PPF কী এবং এটি কেন সেরা বিকল্প?
PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো কেন্দ্র সরকারের পরিচালিত দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এখানে আপনি সুদের উপর সুদ পাবেন। বর্তমানে এখানে বার্ষিক 7.1% ধরে সুদ দেওয়া হয়। হ্যাঁ, এই স্কিম সম্পূর্ণ করমুক্ত। আর এখানে আপনার টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং বাজারের ওঠানামার উপর কোনও ঝুঁকি নেই। তবে জানিয়ে রাখি, এই স্কিমের অ্যাকাউন্ট আপনি যেকোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে খুলতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ডের মূল বৈশিষ্ট্য
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, PPF স্কিমে সর্বনিম্ন প্রতিবছর 500 টাকা বিনিয়োগ করা যায়। এমনকি সর্বোচ্চ প্রতিবছর 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তবে হ্যাঁ, এককালীন বা কিস্তি হিসাবেও আপনি বিনিয়োগ করতে পারেন। আর পনেরো বছরের জন্য এখানে বিনিয়োগ করলে তা বড় অংকের ফান্ড গড়ে ওঠে।
1 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত পাবেন?
ধরুন, আপনি প্রতি বছর 1 লক্ষ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করলেন। এবার 15 বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 15 লক্ষ টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ হিসাবে আপনার মোট সুদ জমবে 12,12,139 টাকা। ফলে আপনার মোট ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 27,12,139 টাকা, যা বিনিয়োগের থেকে প্রায় দ্বিগুণে পরিণত হচ্ছে।
আরও পড়ুনঃ গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে? প্রকাশ্যে এল চূড়ান্ত তারিখ
কারা খুলতে পারবেন PPF অ্যাকাউন্ট?
যেমনটা জানা যাচ্ছে, যেকোনো ভারতীয় নাগরিক হলেই PPF অ্যাকাউন্ট খোলা যায়। তবে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আর আপনি চাইলে সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে অভিভাবক সঙ্গে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, একটি ব্যক্তির নামে একটির বেশি PPF অ্যাকাউন্ট খোলা যায় না।
তাই যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান এবং সামান্য বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকতে চান, তাহলে আজই PPF স্কিমে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।