সৌভিক মুখার্জী, কলকাতা: একজন বাবা-মা সবসময় চায়, তার সন্তানের ভবিষ্যৎ যেন উন্নত হয়। ভবিষ্যতে যাতে কোনও কষ্টের মুখোমুখি না হয়, এমনকি পড়াশোনা বা বিয়ে নিয়েও যেন কোনো চিন্তা না থাকে। আর সেই পথ ধরে এবার সরকার একটি প্রকল্প চালু করেছে, যেখানে মাত্র 1000 টাকা বিনিয়োগ করেই কোটিপতি হওয়া যাচ্ছে। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন।
আসলে এই স্কিমের নাম NPS Vatsalya Yojana। এখানে সন্তান জন্মানোর পর থেকে যদি আপনি মাসে মাত্র 1000 টাকা করে জমান, তাহলে 60 বছর বয়সে সেই টাকা 2.3 কোটিতে পৌঁছয়। অর্থাৎ, প্রতি মাসে পাবেন প্রায় 1 লক্ষ টাকা পেনশন। কিন্তু কীভাবে সম্ভব? চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই।
NPS Vatsalya Yojana কী?
আসলে এটি হলো PFRDA পরিচালিত একটি নির্ভরযোগ্য সরকারি পেনশন স্কিম। এখানে 18 বছর বয়স পর্যন্ত সন্তানের নামে অভিভাবকরা অ্যাকাউন্ট চালাতে পারে এবং 18 বছরের পর থেকে সেই অ্যাকাউন্ট সন্তানেরা নিজের নামেই চালাতে পারে। সূত্র বলছে, এই স্কিমের আওতায় সন্তানের অবসরকালীন সঞ্চয় এবং নির্ভরযোগ্য পেনশন নিশ্চিত করা যায়। আর এটি ভারতের সবথেকে বড় ভবিষ্যৎবান্ধব ইনভেস্টমেন্ট স্কিম, যেখানে খুব স্বল্প বিনিয়োগে মোটা অঙ্কের লাভ পাওয়া যায়।
কারা অ্যাকাউন্ট খুলতে পারেন?
এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই সন্তানের বয়স 18 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি পিতা-মাতা বা অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারে। এমনকি ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে হয়। কেউ চাইলে বেশিও বিনিয়োগ করতে পারে।
কীভাবে কোটিপতি হওয়া যাবে?
যদি কোনও সন্তানের জন্মের সময় এই স্কিমের অ্যাকাউন্ট খোলা হয় এবং অভিভাবকরা 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করেন, এরপর সন্তান নিজে 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত 1000 টাকা করে বিনিয়োগ করে, তাহলে মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে 7,20,000 টাকা। আর এই স্কিমে গড় বার্ষিক রিটার্ন দেওয়া হয় 10%। সেক্ষেত্রে ম্যাচিউরিটির সময় ফান্ড দাঁড়াবে 3.84 কোটিতে। এর মধ্যে শুধুমাত্র সুদ হিসেবে আসবে 3.77 কোটি টাকা।
অবসরের সময় মিলবে মোটা অঙ্কের টাকা!
NPS-র নিয়ম অনুযায়ী, কমপক্ষে 40% টাকা Annuity-তে বিনিয়োগ করতে হয়। আর সেখান থেকেই আসে পেনশন। যদি সন্তান 1.53 কোটি টাকা annuity-তে দেয় এবং 8% রিটার্ন ধরে রাখে, তাহলে প্রতি মাসে 1,02,618 টাকা পেনশন পাবেন। এমনকি বাকি 2.30 কোটি টাকা পাবে লাম্প সাম রিটায়ারমেন্ট ফান্ড হিসাবে।
আরও পড়ুনঃ মে মাসের প্রথম সপ্তাহে লটারি কেটে ভাগ্য ফিরতে চলেছে এই ৭ রাশির
কোথায় অ্যাকাউন্ট খুলবেন?
সূত্র বলছে, ভারতের প্রায় সমস্ত বড় বড় ব্যাঙ্ক বা ডাকঘরে এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়। এমনকি অনলাইনে NPS Trust-এর eNPS পোর্টালে গিয়েও এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন। তাই সন্তানের ভবিষ্যতকে সুরক্ষিত করে আপনি যদি চিন্তা মুক্ত হতে চান, তাহলে আজই সরকারের এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন সন্তানের তথা নিজের ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |