অক্টোবরেই যুক্ত হবে বেতনে, কালীপুজোর আগে অনেকটাই DA বাড়াল রাজ্য সরকার

Published:

DA Hike
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলির আগেই লটারি লাগল রাজ্যের সরকারি কর্মীদের। অবশেষে ৩% ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করল মুখ্যমন্ত্রী যা গত এপ্রিল মাস থেকেই কার্যকর হচ্ছে। জানা যাচ্ছে, এই ডিএ বৃদ্ধির সুবিধা সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরাও লাভ করতে পারবে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার বিদ্যুৎ বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন উদ্বোধনের সময় এই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে।

কবে থেকে কার্যকর হচ্ছে বর্ধিত DA?

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই বাড়তি ৩% ডিএ কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবরের বেতনের সঙ্গেই যুক্ত করা হবে। উল্লেখ্য, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনও অক্টোবর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর জুলাই ২০২৩ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত বকেয়া বেতনের জন্য আলাদা রিপোর্ট তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার পরেই সরকার কর্মচারীদের জন্য ওয়ান পেনশন স্কিম প্রদানের কথা বিবেচনা করা হবে।

Image

ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকারও

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে গত ১ অক্টোবর কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছিল যা ১ জুলাই, ২০২৫ থেকেই কার্যকর হয়েছে। আর মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, এই বৃদ্ধির ফলে বর্তমানে ৫৫% ডিএ’র জায়গায় ৫৮% করে ডিএ দেওয়া হবে। এমনকি মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর জন্য এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ৪৯.১৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর ৬৮.৭২ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন।

আরও পড়ুনঃ ভারতের মুকুটে নয়া পালক! ৩২ হাজার ফুট উচ্চতায় দেশীয় প্যারাসুটের সফল পরীক্ষা DRDO-র

প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গে ১৮% হারে ডিএ দেওয়া হচ্ছে। ফলে কেন্দ্রের সঙ্গে তার ব্যবধান ৪২%। হ্যাঁ, গত ১ এপ্রিল, ২০২৫ থেকেই ১৪% থেকে ৪% ডিএ বাড়িয়ে ১৮% করা হয়েছিল। তবে কেন্দ্রীয় আরে মহার্ঘ ভাতার তুলনাই তা অনেকটাই কম। সে কারণেই এখনও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join