পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা আজকাল ছোট থেকে বড় সকলেই বোঝে। সেই কারণে যতটা সম্ভব টাকা ভালো প্রকল্পে বিনিয়োগের রাস্তা খোঁজেন সকলেই। এক্ষেত্রে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করা একটি ভালো উপায় হতে পারে। আগের তুলনায় আজকাল বেশ কিছু ব্যাঙ্কে ৯% বা তারও বেশি সুদ পাওয়া যেতে পারে। আজকের প্রতিবেদনে আপনাদের এমনই কিছুর FD প্রকল্প সম্পর্কে জানাবো।
ফিক্সড ডিপোজিট মিলছে মোটা সুদ
সরকারি ব্যাঙ্ক হোক বা বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আজকাল ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই বেড়ে গিয়েছে। আজ থেকে ৩-৪ বছর আগেও FD করলে ৪-৫% সুদ মিলত। তবে সেসব এখন অতীত হয়ে গিয়েছে। এখন খুব সহজেই ৭% সুদ পাওয়া যায়। এমনকি সিনিয়ার সিটিজেন হলে প্রায় ১০% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে।
ফিক্সড ডিপোজিট ৮% সুদ দিচ্ছে এই ব্যাংকগুলি
Indusind Bank এর তরফ থেকে গ্রাহকদের জন্য ২ বছর ৯ মাসের থেকে শুরু করে ৩ বছরে ৩ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। আর যদি সিনিয়ার সিটিজেন হয়ে থাকেন তাহলে ৮% পর্যন্ত সুদ পাওয়া যাবে। এছাড়া HSBC Bank এর তরফ থেকেও ৭৩২ দিন থেকে ৩ বছরের FD এর জন্য সাধারণ গ্রাহকদের ৭.৫% ও সিনিয়ার সিটিজেনদের জন্য ৮% সুদ দেওয়া হচ্ছে।
FD তে ৮.২৫ সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি
ব্যাঙ্কিং দুনিয়ায় YES Bank একটি অতিপরিচিত নাম। আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ২ বছরের ফিক্সড ডিপোজিট করলে ৭.৭৫% সুদ পাওয়া যাবে। আর যদি সিনিয়ার সিটিজেন হন তাহলে ৮.২৫% পাওয়া যাবে।
ফিক্সড ডিপোজিটে ৮.৭৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
এবার আসা যাক সবথেকে সুদ দেওয়া ব্যাঙ্কের প্রসঙ্গে। SBM Bank এর তরফ থেকে গ্রাহকদের ৩ বছরের বেশি ও ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের জন্য ৮.২৫ সুদ দেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়, যদি আপনি সিনিয়ার সিটিজেন হন সেক্ষেত্রে ৮.৭৫% সুদ পাওয়া যেতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |