দিতে হবে না এক টাকাও বিল! ৪০ লক্ষ বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ-র ব্যবস্থা করবে SBI

Published on:

Electric meter sbi

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে একাধিক উন্নত প্রযুক্তির বাড়বাড়ন্তে অনেকের বাড়িতে আজকাল বিভিন্ন ধরনের ইলেকট্রিক মেশিন থাকে। ফ্রিজ থেকে শুরু করে, এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ডিভাইস, আরও অনেক কিছু। যার ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিলও আসে হাজারের উপর। লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ ওঠে। তবে এবার সেই সমস্যা দূর করতে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ে আসল এক দুর্দান্ত স্কিম, যার ফলে পকেট থেকে খসবে না ১ টাকাও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দারুণ সুযোগ আনল SBI

এইমুহুর্তে দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা যেন বেড়েই চলেছে। তবে এবার সেই চাহিদা পূরণে এগিয়ে এল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। বরাবরই গ্রাহকদের আর্থিক পরিষেবা অর্থাৎ ঋণ প্রদান, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিপুল সুবিধা দিয়ে থাকে SBI। তবে এবার সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুতের চাহিদা পূরণ করতে এগিয়ে এল SBI। অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু এটাই সত্যি। সাধারণ মানুষের স্বার্থসিদ্ধির জন্য SBI নিয়ে এসেছে এক দারুন প্রকল্প।

পরিষেবা দেওয়া হবে ৪০ লক্ষ বাড়িতে!

সম্প্রতি, SBI সোলার রুফটপ প্রজেক্ট নিয়ে একটা বড় আপডেট নিয়ে এসেছে। সংস্থা মাধ্যম জানা গিয়েছে, আগামী দুই বছরে ৪০ লক্ষ বাড়িতে সৌর ছাদ বানানোর জন্য সহায়তা প্রদান করবেন তাঁরা। আর এই উদ্যোগে একদিকে যেমন দেশে অপ্রচলিত শক্তি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, ঠিক তেমন গ্রাহকদের ইলেক্ট্রিক বিল নিয়ে চিন্তা দূর হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইতিমধ্যেই SBI একটি সরকারী বিবৃতিতে বলেছে, “ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করার জন্য, SBI সৌর ছাদ কর্মসূচির মাধ্যমে আগামী ২০২৭ অর্থবর্ষের মধ্যে প্রায় ৪০ লক্ষ বাড়িতে সোলার প্যানেল লাগানো হবে।”

৭০ বছর পূর্ণ করল SBI!

আসলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে রূপান্তরকে উৎসাহিত করা এবং গ্রামীণ পরিবারগুলিকে ক্ষমতায়ন করা। সূত্রের খবর, এই সৌর প্যানেলগুলি স্থাপনের জন্য সরকার ভর্তুকি দেবে, যা পরিবারগুলিকে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অনেকটাই সাহায্য করবে। এদিকে গতকাল অর্থাৎ ১ জুলাই ৭০ বছর পূর্ণ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আর সেই উপলক্ষে SBI জানিয়েছে যে, চলতি অর্থবর্ষে তারা কৃষি অবকাঠামো, কৃষি-উদ্যোগ, কৃষক উৎপাদক সংগঠন এবং সমবায়গুলিকে সহায়তা করার জন্য ৩.৫ লক্ষ কোটি টাকার ঋণ দিয়েছে। যা দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে অনেকটাই এগিয়ে নিয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ স্বত্বেও মেলেনি DA! এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের

SBI-এর প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী

অন্যদিকে এসবিআইয়ের ৭০ বছর পূর্ণ হওয়ার পর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকটিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে, বর্তমানে SBI এর ২৩,০০০ এরও বেশি শাখা রয়েছে, যা ৭৮,০০০ গ্রাহককে সঠিক আর্থিক পরিষেবা দিয়ে চলেছে। এমনকি ৬৪,০০০ ATM এরও পরিষেবা দিয়ে চলেছে SBI।

এছাড়াও তিনি আরও বলেছেন যে, SBI এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি জন ধন অ্যাকাউন্ট, ১৪.৬৫ কোটি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, ১.৭৩ কোটি অটল পেনশন যোজনা এবং ৭ কোটি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সুবিধা দিয়ে চলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group