SBI, PNB সহ ৫ ব্যাঙ্ক বাড়াল ATM লেনদেনে চার্জ! দেখুন নয়া রেট

Published on:

ATM Transaction Charge

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি প্রতি মাসে একাধিকবার এটিএম থেকে টাকা তোলেন? তাহলে এবার পকেটে পড়তে চলেছে বাড়তি চাপ। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এটিএম লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ (ATM Transaction Charge) গত 1 মে থেকে কার্যকর হয়েছে। তবে জানা যাচ্ছে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এবার ফ্রি লেনদেনের সীমা পেরোলেই দিতে হবে বাড়তি চার্জ। আর সেই চার্জ আগের মতো 21 টাকা নয়। এবার প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে 23 টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফ্রি লেনদেনের নিয়ম কী থাকছে?

প্রসঙ্গত জানিয়ে রাখি, নতুন নিয়মে ফ্রি লেনদেনের পরিমাণে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। যেমনটা আগের মতো ছিল, তেমনই থাকছে। নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি ফ্রি লেনদেন করা যাবে, মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনটি ফ্রি লেনদেন, পাশাপাশি নন-মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচটি ফ্রি লেনদেন করা যাবে। আর এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্যই প্রযোজ্য হবে বলে খবর।

কোন কোন ব্যাঙ্কে কত চার্জ নির্ধারণ করা হল?

HDFC ব্যাঙ্ক

জানা যাচ্ছে, HDFC ব্যাঙ্কে ফ্রি লেনদেনের সীমা শেষ হলে এবার প্রতি লেনদেনে 23 টাকা, সাথে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। তবে এই ব্যাঙ্কে শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রেই চার্জ গুনতে হবে। বাদবাকি ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট বা পিন পরিবর্তন পুরো ফ্রিতেই করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

SBI-এর এটিএমে এবার মাসে পাঁচটি ট্রানজেকশন ফ্রিতে করা যাবে এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএমে দশটি ফ্রি ট্রানজেকশন করা যাবে। তবে অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে SBI-এর এটিএমে 15 টাকা চার্জ গুনতে হবে এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএমে গেলে 21 টাকা চার্জ গুনতে হবে। তবে হ্যাঁ, যাদের অ্যাকাউন্টে মাসে 1 লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে, তারা আনলিমিটেড ফ্রি লেনদেন করতে পারবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 9 মে, 2025 থেকে যে নিয়ম কার্যকর করেছে, তাতে অন্যান্য ব্যাঙ্কের এটিএমে অতিরিক্ত টাকা তোলার জন্য 23 টাকা চার্জ গুনতে হবে এবং নন-ফাইনান্সিয়াল লেনদেনে 11 টাকা চার্জ গুনতে হবে।

ICICI ব্যাঙ্ক

ICICI ব্যাঙ্ক প্রতিমাসে পাঁচটি ফ্রিতে লেনদেন করতে দিচ্ছে। তবে তারপর প্রতিবার টাকা তোলার জন্য 21 টাকা এবং নন-ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের জন্য 8.50 টাকা চার্জ গুনতে হবে।

আরও পড়ুনঃ কেরলকে টপকে ১০০% স্বাক্ষরতার রাজ্যের তকমা অর্জন করলো মিজোরাম! বাংলা কোথায়?

IndusInd ব্যাঙ্ক

IndusInd ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের এটিএমে অতিরিক্ত টাকা তোলার জন্য এবার প্রতি ট্রানজেকশনে 23 টাকা করে চার্জ কেটে নিচ্ছে। তাই এবার এটিএম ব্যবহার করার সময় আগেভাগেই ভেবেচিন্তে কাজ করুন। কারণ ফ্রি লেনদেনের গণ্ডি একবার পেরিয়ে গেলেই গুনতে হবে বাড়তি চার্জ, যা যথেষ্ট ব্যয় সাপেক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group