Indiahood-nabobarsho

EPFO-র ৫ নিয়ম বড় বদল! কোটি কোটি কর্মী, পেনশনভোগীদের জন্য জারি বিজ্ঞপ্তি

Published on:

epfo

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য বছরের শুরুতেই একাধিক সুখবর দিয়েছে ইপিএফও (Employees’ Provident Fund Organisation)। বেশ কিছু পরিবর্তন ও নতুন নিয়ম চালু করেছে EPFO। যা আদতে কর্মচারীদের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে। আজকের প্রতিবেদনে সেই পরিবর্তনগুলি সম্পর্কেই জানাবো আপনাদের। তাই আপনিও যদি ইপিএফ পান তাহলে খবরটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যৌথ ডিক্লিয়ারেশন পদ্ধতি | Joint Declearation Process

ইপিএফওর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOPতে বদল আনা হয়েছে। এর ফলে নতুন কর্মীদের সংযোজন থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিশন ও আপডেটের কাজ কোম্পানি ও কর্মচারী উপায়েই করতে পারবে। ফলে আরও দ্রুত কাজ সম্ভব হবে। তবে এক্ষেত্রে কর্মচারীর UAN নাম্বার আধার কার্ডের সাথে লিংক থাকতে হবে।

সেন্ট্রালাইজেস পেনশন পেমেন্ট সিস্টেম | Centralized Pension Payment System or CPPS

১লা জানুয়ারি ২০২৫ থেকে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। যার ফলে যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখা থেকেই পেনশনের সুবিধা পাওয়া যাবে। আগে পেনশন পেমেন্ট অর্ডার নির্দিষ্ট বা ব্যাঙ্কেই দেওয়া হত। তবে এখন থেকে আর সেই ঝামেলা থাকছে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শরীরে ৪ কেজির সোনা, হাতে হিরের ঘড়ি, দাম ৬ কোটি! মহাকুম্ভ থেকে ভাইরাল ‘গোল্ডেন বাবা’

অধিক পেনশন । Higher Pension

EPFO এর তরফ হটাকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে উচ্চ বেতনের ক্ষেত্রে পেনশন সংক্রান্ত কিছু নিয়ম পরিষ্কার করে বলা হয়েছে। ফিল্ড অফিসারেরা বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন যেগুলিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে (MoL&E) সমাধানের জন্য পাঠানো হয়েছে। সেগুলি হল :

  • পেনশন হিসাব করার সময় সব ধরনের পেনশনভোগীর জন্য সমান নিয়ম প্রয়োগ করতে হবে।
  • যেসব প্রতিষ্ঠানে ছাড় রয়েছে তারা ট্রাস্টের নিয়ম কঠোরভাবে মানতে হবে।
  • পেনশন ও পেনশন বকেয়ার হিসাব স্পষ্টভাবে আলাদা করে রাখতে হবে।

EPF প্রোফাইল আপডেট

আগের তুলনায় প্রোফাইল আপডেট অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে। নতুন আপডেট পদ্ধতি অনুযায়ী ইতিমধ্যেই কর্মীদের UAN তাদের আধার কার্ডে দেওয়া তথ্য যেমন জন্ম তারিখ, বাবা ও মায়ের নাম ইত্যাদি সমস্ত আপডেট করে দিয়েছে। এর জন্য আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই। তবে যাদের UAN ও আধার ১ লা অক্টোবর ২০১৭ এর আগে করা হয়েছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে অ্যাকাউন্ট হয়ে থাকলে আধার ও UAN লিংক চেক করে নিতে হবে।

আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে বাড়ি বসেই হবে বাম্পার আয়, মহিলাদের জন্য রইল সেরা ব্যবসার খোঁজ

পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার | Provident Fund Transfer

ইপিএফও এর তরফ থেকে পিএফ ট্রান্সফার পদ্ধতি আরও সহজ করে দেওয়া হয়েছে। এর ফলে যারা কোম্পানি পরিবর্তন করবেন তাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য আর ঝামেলা পোহাতে হবে না। ১৫ই জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকরী হওয়ার পর থেকে পুরোনো কোম্পানির থেকে আলাদা করে ট্রান্সফার রিকুয়েস্ট অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন থাকছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group