২০০০-র মতো ৫ টাকার কয়েনও তুলে নিচ্ছে RBI? প্রকাশ্যে এল বড় খবর

Published on:

rbi

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে বাজার থেকে ২০০০ টাকা বাতিল করা হয়েছে। শুধুমাত্র এখন ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট রয়েছে। এর পাশাপাশি বর্তমানে ভারতীয় মুদ্রা চালু রয়েছে ১ টাকার কয়েন থেকে শুরু করে ২০ টাকার কয়েন পর্যন্ত। যদিও মাঝে আবার রটেছিল যে খুব শীঘ্রই নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ৩০ এবং ৫০ টাকার মুদ্রা বা কয়েন চালু করতে চলেছে। কিন্তু এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আনেনি RBI। আসলে, বর্তমানে ইন্টারনেটে নানা ধরনের গুজব রটতে থাকে তবে সেগুলি কোনোটাই সত্যি হয়না। সম্প্রতি নেট দুনিয়ায় ৫ টাকার কয়েন বাতিল এর বেশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে কি এবার সত্যি সত্যিই ৫ টাকার কয়েন বাতিল হতে চলেছে?

বাতিলের পথে ৫ টাকার কয়েন?

WhatsApp Community Join Now

নিয়ম অনুযায়ী দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর সর্বোচ্চ অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে অর্থাৎ RBI এর কাছে। এই কাজে প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারের কাছে নতুন নোট এবং কয়েন ছাপানোর প্রস্তাব পাঠায়৷ তখন কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব বিবেচনা করে RBI-এর ঊর্ধ্বতন কর্তা এবং অর্থনীতিবিদদের সহায়তায় সিদ্ধান্ত নেয় এবং কয়েন ও নোট ছাপানোর সিদ্ধান্ত মঞ্জুর করে। আর তখনই নতুন নোট বা মুদ্রা প্রকাশ্যে আনার কাজ শুরু হয়ে যায়। তবে সম্প্রতি জানা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ টাকা বাতিলের চেষ্টা শুরু করেছে।

কেন বাতিল হতে চলেছে ৫ টাকার কয়েন?

এইমুহুর্তে বাজারে দুই রকম ৫ টাকার কয়েন বা মুদ্রা চালু রয়েছে। পুরনো ৫ টাকার কয়েন মোটা নিকেলের মত। যার ওজন ছিল ৯ গ্রামের বেশি। অন্যদিকে পাতলা সোনালী ৫ টাকার কয়েনের পরিবর্তে পাতলা সোনালী কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এর সঙ্গেই স্টিলের পাতলা ৫ টাকার কয়েনও ছিল। এখন বাজারে সেই পুরানো কয়েন প্রায় দেখাই যায় না। সর্বত্রই পাতলা সোনালী ৫ টাকার কয়েন রয়েছে। তবে শোনা যাচ্ছে সেই কয়েনও এবার বাতিলের খাতায় চলে গিয়েছে। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হল ৫ টাকার কয়েন গুলি তৈরির সময় যে ধাতু ব্যবহার করা হয়। তা গলিয়ে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যেতে পারে অনায়াসে। যেগুলি বাজার মূল্য ৫ টাকার বেশি।

তাই বাজারে পুরানো ৫ টাকার কয়েন তৈরির খরচ পাঁচ টাকারও বেশি পড়ে যাওয়ায় কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের ধাতুর মুদ্রা তৈরি বন্ধ করে দিতে চলেছে। তবে, এই কয়েনগুলি এখনও বাজারে চলছে ৷ তাই পুরানো ৫ টাকার কয়েন হাতে পেলে সেগুলিকে অচল হিসাবে বিবেচনা করা সঠিক হবে না বলে রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিছু এখন জানানো হয়নি।

সঙ্গে থাকুন ➥
X