বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2000 টাকার নোট বাতিলের পর এখন ভরসা শুরুই 500 টাকার চকচকে নোট (500 Note)। তবে এবার তাও নাকি বাতিলের পথে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই 500 টাকার নোটও বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! কেন্দ্রীয় সরকারের তরফেও নাকি সেই মর্মে মিলেছে ইঙ্গিত।
কেন 500 টাকার নোট বাতিল করবে সরকার?
একটি ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, দুর্নীতি রুখতে ও সাম্প্রতিক ডিজিটাল ট্রানজাকশন বাড়াতে 500 টাকার নোট বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। তাহলে কি পুরোপুরই বন্ধ হয়ে যাবে 500-র নোট! ওই প্রতিবেদন মারফত যা খবর, চলতি 500 টাকার নোট বন্ধ করে, একেবারে নতুন নোট বাজারে আনতে পারে RBI। আপাতত জল্পনা তেমনটাই।
জানা যাচ্ছে, 500 টাকার নোট বাতিলের নেপথ্যে আরও কিছু কারণ থাকতে পারে। ওই সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে যে দাবি করেছে তা হল, সাম্প্রতিক সময়ে ভারতের বাজারে ছেয়ে গিয়েছে নকল 500 টাকার নোট। অসাধু ব্যক্তিরা যেভাবে নকল নোটের কারবার চালাচ্ছেন তাতে বোঝার উপায় নেই কোনটা আসল নোট আর কোনটাই বা নকল!
এমতাবস্থায়, দুর্নীতি রুখতে 2000 টাকার পর এবার 500 টাকার নোটও বাতিল করার দাবি তুলেছেন অনেকেই। এবার নাকি সেই দাবিতেই সিলমোহর দিতে পারে সরকার! যদিও কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য আসেনি।
অবশ্যই পড়ুন: চট্টগ্রামে মিলিটারি অপারেশন জোন? ভারতকে দায়ী করে বিরাট অভিযোগ বাংলাদেশ সেনার
উল্লেখ্য, প্রায়শই গ্রাহকরা অভিযোগ তোলেন, ATM থেকে টাকা তুলতে গেলে শুধুমাত্র 500 টাকার নোটই বের হয়। এদিকে আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াইট লেভেল ATM অপারেটরদের মেশিনে 100 ও 200 টাকার নোট মজুদ রাখার নির্দেশ দিয়েছে।
জানা যাচ্ছে, RBI-র নির্দেশিকা অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বর অর্থাৎ 3 মাসের মধ্যেই দেশের অন্তত 75 শতাংশ ATM মেশিনে 100 ও 200 টাকার নোট মজুদ রাখতে হবে। অনেকেই মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশিকার পর 500 টাকার নোট নিয়ে সমস্যা অনেকটাই কমবে গ্রাহকদের।