সৌভিক মুখার্জী, কলকাতা: পড়াশোনার পাশাপাশি যদি হাতে-কলমে কিছু শেখার সুযোগ চান, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। এমনকি সঙ্গে ৫০০০ টাকা ভাতাও পাবেন। হ্যাঁ, এমনই সুযোগ এনে দিয়েছে কেন্দ্রীয় সরকারের পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme), যেখানে দক্ষ কর্মী তৈরি করার মাধ্যমে তরুণদের আত্মনির্ভর করা হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ কেন্দ্রের এই স্কিম?
বর্তমান সময় দাঁড়িয়ে শুধুমাত্র বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। সঙ্গে প্রয়োজনীয় কারিগরি দক্ষতাও দরকার। হয়। আর এই ইন্টার্নশিপ ট্রেনিং সেই সুযোগ পূরণ করছে। এর মাধ্যমে তরুণ-তরুণীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারবে। পাশাপাশি এতে যেমন তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, তেমনই শিল্প ও অর্থনীতিতেও প্রভাব পড়বে।
কারা আবেদন করতে পারবে?
জানা যাচ্ছে, এখানে আবেদন করার জন্য ২১ থেকে ২৪ বছর বয়স হতে। হবে এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা আবার বয়সের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে, ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে আইটিআই লাগবে। এছাড়া যদি কেউ দ্বাদশ শ্রেণী পাস করে এবং সঙ্গে ডিপ্লোমা থাকে, তাহলেও আবেদন করতে পারবে। স্নাতক ডিগ্রি অর্জনকারী প্রার্থীরাও আবেদন করতে পারবে। কিন্তু বি.টেক, এমবিএ, বা সিএ’র মতো পেশাদার ডিগ্রিধারীরা এই স্কিমে আবেদন করতে পারবে না। উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করতে গেলে পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
কত টাকা স্কাইপেন্ড মেলে?
জানা যাচ্ছে, এখানে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড পাবে। এর মধ্যে ৪৫০০ টাকা কেন্দ্র সরকার দেবে এবং ৫০০ টাকা সংশ্লিষ্ট কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির ফান্ড থেকে আসবে। এমনকি এর পাশাপাশি এককালীন ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর এই টাকা মূলত ইন্টার্নশিপ চলাকালীন খরচ যেমন থাকার ব্যবস্থা, যাতায়াত, পড়াশোনা উপকরণ বা অন্যান্য প্রয়োজনীয় কাজে লাগানো যাবে।
আরও পড়ুনঃ পরপর সিলিন্ডার বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে ভস্মীভূত তারকশ্বরের একাধিক দোকান
আবেদন কবে থেকে শুরু হবে?
উল্লেখ্য, ২০২৪-২৫ সালের দ্বিতীয় ধাপের আবেদন ইতিমধ্যেই মার্চ মাসে শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হলে যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। তাই যদি আপনিও বেকার হয়ে থাকেন এবং নিজের দক্ষতাকে উন্নত করে ভবিষ্যতে দাঁড়াতে চান, তাহল এই সুযোগ হাতছাড়া করবেন না।