২১০ করে জমালেই পাবেন ৫,০০০ টাকার মাসিক পেনশন! অর্থকষ্ট দূর করবে এই স্কিম

Published on:

5,000 Rupees Pension Scheme Know more

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 210 টাকা করে জমিয়ে অবসরের পর প্রতিমাসে 5,000 টাকা করে পেনশন পেতে পারেন আপনি! হ্যাঁ, ভারত সরকারের অটল পেনশন যোজনাতে এমন সুবিধাই রয়েছে। বলে রাখি, যাঁরা মূলত অল্প বিনিয়োগ করে অবসরকালে ভাল পরিমাণ রোজগার অথবা পেনশন পেতে চাইছেন, তাঁদের জন্য এই প্রকল্প সোনার ডিম পাড়া হাঁসের মতোই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অটল পেনশন যোজনায় কারা আবেদন করতে পারবেন?

অটল পেনশন যোজনা মূলত তাঁদের কথাই ভাবে যাঁরা বৃদ্ধ বয়সে রোজগার নিয়ে চিন্তিত। সেই সূত্রে বলি, এই প্রকল্পের প্রধান লক্ষ্য, 60 বছর বয়সের পর দরিদ্র এবং নিম্ন আয়ের নাগরিকদের প্রতিমাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত মাসিক পেনশন প্রদান করা।

সে ক্ষেত্রে, 18 বছর থেকে 40 বছর বয়সি ভারতের যেকোনও নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যমে এই প্রকল্পে খাতা খোলার পর নির্দিষ্ট পরিমাণে অর্থ জমিয়ে নিজস্ব তহবিল গড়ে অবসরকালে প্রতিমাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন বিনিয়োগকারী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর টাকা কে পাবেন?

অটল পেনশন যোজনার নিয়ম বলে, এই স্কিমে বিনিয়োগ করাকালীন যদি আচমকা বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে জমানো অর্থের পুরোটাই পাবেন মৃত অ্যাকাউন্ট হোল্ডারের স্বামী অথবা স্ত্রী। তবে দুর্ঘটনাজনিত বা অন্য কোনও কারণে যদি দুজনেরই মৃত্যু হয় সে ক্ষেত্রে যিনি নমিনি থাকবেন তাঁর হাতে তুলে দেওয়া হবে তহবিলের মোট আমানত।

অবশ্যই পড়ুন: বার্ষিক আয় মাত্র ৩ টাকা! ভাইরাল মধ্যপ্রদেশের কৃষকের ইনকাম সার্টিফিকেট

কীভাবে মাসে 5,000 টাকা পেনশন পাওয়া যাবে?

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করে প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে চাইলে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে এই প্রকল্পে আবেদন করার পর প্রতিমাসে বিনিয়োগকারীকে 210 টাকা করে জমাতে হবে। এরপর বিনিয়োগকারীর বয়স 60 বছর হয়ে গেলেই তিনি মাসিক পেনশন বাবদ 5,000 টাকা করে পেতে পারেন। তবে সেক্ষেত্রে কেউ যদি, মাসিক 42 টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করেন তবে তিনি 60 বছর বয়সের পর প্রতিমাসে 1,000 টাকা করে পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group