৫৫০ টাকায় LPG থেকে নগদ ৫০০০ টাকা, মহিলাদের জন্য ৬টি দারুণ স্কিম সরকারের

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ‘মা’, এই একটি শব্দ দিয়েই সমস্ত ভালবাসা, আবেগ ও আত্মত্যাগের ছবি আঁকা যায়। ছোটবেলা থেকে যিনি আমাদের চলার পথ তৈরি করে দেন, তিনিই আমাদের মা। হ্যাঁ, তিনিই আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, এমনকি রক্ষা কর্তা।  আর গতকাল সেই মায়ের বিশেষ দিন মাতৃ দিবস চলে গেল। তবে মায়ের জন্য সরকারের এমন কিছু প্রকল্প (Government Scheme) রয়েছে, যা তাঁদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। হ্যাঁ ঠিকই পড়েছেন। তো চলুন সেই প্রকল্পগুলি সম্পর্কিত বিস্তারিত জেনে নিই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা | PM Matru Vandana Yojana |

2017 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের মাধ্যমে মায়ের পুষ্টি এবং সদ্যোজাত শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা দেওয়া হয়। প্রথম সন্তান হলে গর্ভবতী মহিলাকে 5000 টাকা নগদ সহায়তা এবং দ্বিতীয়বার যদি কন্যা সন্তান জন্ম হয়, তাহলে 6000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। আর এই স্কিমে ইতিমধ্যেই ৩ কোটির বেশি মহিলা উপকৃত হয়েছে। জানা যাচ্ছে, অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই এই প্রকল্পে আবেদন করা যায়।

পিএম আবাস যোজনা | PM Awas Yojana |

গ্রামের মহিলাদের নিজের নামে বাড়ি তৈরি করার জন্য এই প্রকল্পটি সাহায্য করে। হ্যাঁ, এই প্রকল্পের আওতায় সমতল এলাকায় প্রতি মহিলাকে 1.20 লক্ষ টাকা দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে 1.30 লক্ষ টাকা দেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উজ্জ্বলা যোজনা | Ujjwala Yojana |

মায়েরা দীর্ঘদিন ধরেই ধোঁয়াযুক্ত উনুনে রান্না করে নিজের স্বাস্থ্যকে বিপদে ফেলে দেয়। আর সেই সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। এমনকি বছরে 12 টি সিলিন্ডারে ভর্তুকি মেলে, যেখানে প্রতিটি সিলিন্ডার মাত্র 550 টাকায় পাওয়া যায়।

পিএম সুমন যোজনা | PM Suman Yojana |

গর্ভাবস্থায় সময়মতো চেকআপ, অপারেশনের খরচ, ইনজেকশন, পুষ্টিকর খাবার, সবকিছুই রয়েছে এই প্রকল্পের আওতায়। যেকোনো গর্ভবতী মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারে। জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় শিশুর জন্মের আগে এবং পরে মা ও শিশুর সম্পূর্ণ দায়িত্ব সরকার নেয়।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা | PM Mudra Yojana |

যে সমস্ত মায়েরা স্বনির্ভর হতে চায়, তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হতে পারে সেরা সুযোগ। এই প্রকল্পের আওতায় 50 হাজার টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। আর মহিলারা এই ঋণ নিলে আলাদা ছাড় মেলে। তাই যদি চাকরির খোঁজ না করে ব্যবসা শুরু করতে চান, তাহলে এই স্কিম নিঃসন্দেহে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ একদিনে অনেকটাই দরপতন সোনার, রুপোও বিকোচ্ছে জলের দরে! আজকের রেট

স্বর্ণিমা যোজনা | Swarnima Yojana |

পিছিয়ে পড়া শ্রেণির মহিলারা, যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে স্বর্ণিমা যোজনা। এই প্রকল্পের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এমনকি এখানে মাত্র 5% হারে সুদ নেওয়া হয়, যা অন্যান্য বাণিজ্যিক ঋণের চেয়ে অনেকটাই কম। তাই যাদের ব্যবসায়িক চিন্তাভাবনা রয়েছে, তাদের জন্য এটি সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group