সৌভিক মুখার্জী, কলকাতা: টাকা সঞ্চয় করা অনেকের কাছে হয়তো কঠিন মনে হয়। তবে আপনি কি জানেন, সামান্য সঞ্চয় করেও মোটা অঙ্কের ফান্ড গড়ে তোলা যায়? হ্যাঁ মাসে, মাত্র 100 টাকা জমালেও আপনি পাঁচ বছরের 6 লক্ষ টাকার বেশি পেতে পারেন। কি অবাক হচ্ছেন? আসলে এই সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। যেখানে সরকারের নিরাপত্তা আর নিয়মিত সুদের হার, দুটোই থাকছে।
কী এই রেকারিং ডিপোজিট স্কিম?
এই স্কিমটি মূলত তাদের জন্য তৈরি, যারা স্বল্প বিনিয়োগে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চায়। এখানে মাত্র 100 টাকা দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর চাইলে বেশি পরিমাণেও বিনিয়োগ করতে পারেন। কোনও বিনিয়োগের ঊর্ধ্বসীমা নেই। তবে এই স্কিমের মেয়াদ পাঁচ বছর, আর প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিতে হয়।
সুদের হার কত?
বর্তমানে এই স্কিমে বছরে 6.7% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। আর সরকার সময়ে সময়ে এই হার পর্যালোচনা করে থাকে। সহজ কথায়, যদি কেউ মাসে 10 হাজার টাকা করে 5 বছরে রেকারিং ডিপোজিট করে, তাহলে মেয়াদ শেষে তিনি প্রায় 6 লক্ষ 42 হাজার টাকা পর্যন্ত পায়।
কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারে?
এই স্কিমে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারে। এমনকি 10 বছরের ঊর্ধ্বে শিশুরাও বাবা মায়ের অনুমতি নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে। তবে চাইলে অনলাইন বা অফলাইন, উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন।
জানিয়ে রাখি, প্রতিটি কিস্তি মাসের নির্ধারিত তারিখেই জমা করতে হয়। আর দেরি হলে জরিমানা গুনতে হতে পারে। তবে এখানে 40 হাজার টাকা পেরিয়ে গেলে টিডিএস কাটা হতে পারে। আর এক্ষেত্রে বার্ষিক আয় অনুযায়ী নিয়ম বদলাতে পারে।
আরও পড়ুনঃ BSF জওয়ানকে অপহরণ, গাছে বেঁধে মারধর চলল ওপার বাংলায়!
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?
এই স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী কোনও পোস্ট অফিসে যেতে হবে। এরপর আরডি অ্যাকাউন্ট ফর্ম সংগ্রহ করে সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রথম কিস্তির টাকা জমা দিতে হবে। এরপর নিয়মিত প্রতি মাসে কিস্তির টাকা জমা দিলেই চালু থাকবে আপনার রেকারিং ডিপোজিট স্কিম। তাই ভবিষ্যৎ নিয়ে ভেবে থাকলে আজই এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করে ফেলুন নিজের ভবিষ্যৎকে।












