অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ৭% DA বাড়াল রাজ্য সরকার, তবে মিলবে না বকেয়া

Published on:

government employees

প্রীতি পোদ্দার: চলতি বছর লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার তার সকল সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রথমে ৪ শতাংশ বাড়িয়েছিল। যার ফলে DA এর পরিমাণ হয়েছিল ৫০ শতাংশ। তবে কাজের অগ্রগতি আরও বাড়ানোর জন্য পুজোর আগেই ৩ শতাংশ DA বাড়ালো কেন্দ্র। যার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। কিন্তু এদিকে রাজ্য সরকার এখনও সকল কর্মীদের DA ১৪ শতাংশই দিয়ে চলেছে। যার ফলে DA এর পার্থক্য অনেকটাই বেড়ে গিয়েছে। তাই কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি এবং বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আন্দোলন এখনও জারি রেখেছে সরকারি কর্মীরা। তবে চারিদিকে এই DA আন্দোলনের আবহে ফের ১২ শতাংশ DA বৃদ্ধি করার পরিকল্পনা করল আরেক রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একধাক্কায় DA বেড়ে দাঁড়িয়েছে ১২%

জানা গিয়েছে, কিছু দিন আগেই সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদের ৩% DA বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। বাকি থেকে গেছিল পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশন। এবার তাঁদের জন্যও বড় উদ্যোগ নিল সরকার। এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদেরও DA এর পরিমাণ বাড়ানো হতে চলেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ জারি করেছেন। যেখানে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের অধীনে যে সকল সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ ১২% বাড়ানো হবে। যার ফলস্বরূপ পঞ্চম বেতন কমিশনের আওতায় DA পাওয়া যাবে ৪৫৫% হারে। আর এই বর্ধিত DA চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কপাল খুলল ষষ্ঠ বেতনের অন্তর্গত কর্মীদের

অন্যদিকে যোগী সরকার ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও বাড়িয়েছে DA এর পরিমাণ। একেবারে ৭% বাড়িয়ে DA এর পরিমাণ ২৪৬% করা হয়েছে। যেখানে আগে DA পাওয়া যেত ২৩৯% এখন সেখানে ২৪৬ শতাংশ DA পাওয়া যাবে। এই বর্ধিত DA ও চলতি বছর ১ জুলাই থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। যার ফলে কর্মীরা মাসিক প্রায় ৩০০০ টাকা করে বেশি মিলবে। এবং প্রাপ্ত অর্থ হবে ১,০৫,৭৮০ টাকা। তবে বর্ধিত DA মিললেও আগের মাসের বকেয়া DA হাতে পাবেন না সরকারি কর্মীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে কিছুদিন আগে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে অধীনে বেতন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিলেন, তাঁদের DA ৭ শতাংশ বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হতে চলেছে। পাশাপাশি পেনশনভোগীদের DR অথবা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ হারে। শুধু তাই নয় এক লাফে বৃদ্ধি পেয়েছে TA, HRA সহ একাধিক ভাতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group