পার্থ সারথি মান্না, কলকাতাঃ মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বনাম সরকারি কর্মীদের বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে বছর শেষ হওয়ার আগেই মিলল সুখবর। বাড়ছে মহার্ঘ ভাতা, ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। যেটা দেখার পর দারুণ খুশি রাজ্য সরকারের কর্মীরা। কারণ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে।
DA বৃদ্ধির ঘোষণা করল সরকার
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে দুঃখের বিষয় হল সেটা পশ্চিমবঙ্গের কর্মচারিদের জন্য নয়। হরিয়ানা সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই বছর শেষের আগে এমন একটা ঘোষণাতে হাসি ফুটেছে সকল কর্মীদের মুখেই।
৭% বাড়ল মহার্ঘ ভাতা
জানা যাচ্ছে, এদিন পর্যন্ত হরিয়ানা সরকারের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২৩৯% হারে মহার্ঘ ভাতা পেতেন। তবে এবার সেটা ৭% বাড়িয়ে ২৪৬% করে দেওয়া হয়েছে। এর ফলে বেশ কিছু অতিরিক্ত টাকা আসবে পকেটে। এবার প্রশ্ন হল বর্ধিত হারে DA কবে থেকে কার্যকর হবে?
মিলবে বকেয়া DA?
সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবছরের ১ লা জুলাই থেকেই নতুন DA কার্যকর হবে। অর্থাৎ ৫ মাসের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ায় যাবে। আর ডিসেম্বর থেকেই বর্ধিত হারে DA পাওয়া যাবে। যদিও বকেয়া টাকা বা এরিয়ার আগামী মাসেই ঢুকছে না। ২০২৫ সালের জানুয়ারি মাসে বকেয়া টাকা মেটানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, হারিয়ানাতে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর রয়েছে। যারা সেই অনুযায়ী নিযুক্ত রয়েছেন তারা কেন্দ্রের সমান ৫৩% হারেই DA পাচ্ছেন। তবে যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন তাদের DA বৃদ্ধির ঘোষণা এতদিন হয়নি। এবার সেটা হল ফলে ১ লা জুলাই ২০২৪ থেকে মূল মাইনের উপর ২৪৬% হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে।